ArdrsteemCreated with Sketch.

in #coinlast year

গত দুইদিন ধরে একটি কয়েন ভালো আপ ডাউন করতেছে "এআরডিআর" পয়েন্টের নাম। এক সপ্তাহ আগেও পয়েন্টের দাম ০.০৬৮ ছিল। গত দুইদিন ধরে কয়েনটি ০.০৬৮ থেকে 0.১৩৫ হয়েছিল। আজকে সকালে কয়েনটির দাম 0.১ ছিল পরবর্তীতে বিকেলবেলা দেখলাম যে কয়েন্টের দাম 0.১৩৫ চলে গিয়েছিল বর্তমানে কয়েন্টের দাম কমে আবার জিরো পয়েন্ট জিরো নাইন জিরো হয়েছে। হলে এসব কয়েনের আগামাথা কিছু বুঝা যায় না কখন কোথায় চলে যায় কিছুই বোঝা যায় না একেক সময় একে গতির রূপ ধারণ করে। ছাপ কয়েন কিনা থেকে বিরত থাকাই দরকার এসব কয়েন হঠাৎ পাম্প করে আবার হঠাৎ দান করে। কয়েন কিনা ঝুকিপূর্ণ। আচ্ছা কয়েন থেকে না থেকে বিরত থাকতে হবে।