Domino's pizza এর পিজ্জা অন্যতম সেরা পিজ্জা।

in #blog3 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ফেসবুকে বিভিন্ন ধরনের খাবারের পোস্ট সামনে আসে। প্রায় সময় দেখি ডমিনোজ পিজ্জা দোকানের রিভিউ সামনে আসে। কৌতুহলবশত মনে ইচ্ছা জাগে অন্তত এটিকে একবার টেস্ট করে দেখা উচিত এর মান কতটা উন্নত। তারই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকদিন আগে Domino's pizza এর মিরপুর ব্রাঞ্চে যায়। তাদের দোকানের সামনের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে গেট গুলো সাজানো ছিল।

IMG20241103203857.jpg

আমরা যখন যাই তখন সন্ধ্যার পর ছিল। আর ঢাকা শহরে এই ধরনের দোকানগুলোতে সন্ধ্যার পরে মানুষের আনাগোনা একটু বেশি থাকে। কারণ মানুষ অফিস শেষ করে এখানে আসে তাদের সময় অতিবাহিত করতে। আমাদের বেলাও এর ব্যতিক্রম ছিল না বেশ মানুষ ছিল দোকানটিতে।

IMG20241103195810.jpg

IMG20241103195805.jpg

এরপর আমরা তাদের কাছে আমাদের একটি পিজ্জা অর্ডার দেই। এবং পিজাটি দেখতে অনেক সুন্দর ছিল। দেখে বোঝা যাচ্ছিল যে তাদের মানটা অনেক ভালো।

IMG20241103202038.jpg

এরপর যখন আমরা সবাই খাওয়া শুরু করি, তখন আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের পিজ্জা টি। অনলাইন জগতের সাথে বাস্তব জগতে তাদের অ্যাডভার্টাইজের সম্পূর্ণ মিল খুঁজে পাই।

IMG20241103201953.jpg

IMG20241103201913.jpg

আমরা সবাই আবারো ঠিক করি, আবার যদি কখনো সুযোগ হয় এখানে আবারও আসবো।Domino's pizza এর পিজ্জা আপনি টেস্ট করে দেখতে পারেন। আপনার কাছেও অনেক ভালো লাগবে।

ধন্যবাদ।।

Sort:  

Hi @tanvirahammad,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community