মিরপুর স্টেডিয়ামের সামনে ভাইরাল সেই খিচুড়ি বাড়ির খাবার।

in #blog16 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকে, এখানকার খিচুড়ি নাকি অনেক ভালো। সেই কৌতুহল বসতো আমরা গিয়েছিলাম,মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ভাইরাল সেই খিচুড়ি বাড়িতে। তাদের এই খিচুড়ির সাথে ছিল মাংসের বিভিন্ন আইটেম। যেমন,গরুর বিফ হান্ডি,কালা ভুনা, রসুন ভুনা, লাল ভুনা, কলিজা ভুনা, এবং এর সাথে তিনটি ভর্তা ফ্রী। যেহেতু আমরা তাদের খাবারের মানটা দেখতে এসেছিলাম, তাই আমরা এক এক করে প্রত্যেকটা আইটেমে অর্ডার করি।

IMG20241104204345.jpg

খেচুরিটা অনেক ঝরঝরে ছিলো। দেখলে যেন মন চাচ্ছিলো খেয়ে ফেলি। ডালের পরিমান আর একটু বেশি থাকলে ভালো হতো।

IMG20241104204311.jpg

তাদের খাবারে মেনুতে দেওয়া ছিল তিনটি ভর্তা ফ্রী,বাট আমরা তাদের কাছে একটি ভর্তা পাই। আর সেটা ছিল চিংড়ি ভর্তা। ভর্তাটা বেশ মজাদার ছিল।

IMG20241104204328.jpg

এরপর খাওয়া শুরু করে গরুর কালাভুনা দিয়ে, কালা ভুনা তে দাম অনুযায়ী মাংসের পিক অনেক ছোট ছিল। এর ভিতর আবার তারা চর্বি দিয়ে দিয়েছিল। যার ফলে মাংসর অতটা ভালো ছিল না। স্বাদের কথা বলতে গেলে এভারেজ ছিল.

IMG20241104204321.jpg

এরপর তাদের বিখ্যাত বিফ হান্ডি টেস্ট করি এটা ও ছিলো মোটামটি। একেবারে যে ভালো তেমন নয়। তবে এখানে মাংসগুলো ভালো ছিলো।

IMG20241104204317.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সর্বপরি যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো ছিলো না। মোটামুটি এভারেস বলা চলে।