বর্তমানে বাংলাদেশে কমলালেবু চাষ করে অনেক লাভবান হচ্ছে।।শেষ পর্ব।।

in #blog11 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আগামী পর্বে আমরা জেনেছিলাম কমলালেবুর চাষাবাদ হয় আমাদের দেশে। আজকের পর্বে আমরা আরো জানব কমলালেবুর উপকারিতা এবং কমলালেবুর চাষাবাদের ফলে এদেশে মানুষের প্রভাব।

IMG20240904172924.jpg

IMG20240904172858.jpg

কমলা লেবু একটি সুস্বাদু খাবার। এটি সকল মানুষের পছন্দের তালিকার অন্যতম সেরা ফল। আমরা যখন কারোর বাড়িতে বেড়াতে যাই তখন আমরা ফল ফলাদি নিয়ে যায়। আর তার মধ্যে কমলা লেবু থাকে। এই কমলা লেবু চাষ করার ফলে আমাদের দেশের মানুষের ফলের চাহিদার যোগান বেড়েছে। যার ফলে লেবু চাষ করা হয় এবং সাধারণ মানুষ তার সুলভ মূল্যে খেতে পারে।

IMG20240904172941.jpg

IMG20240904172931.jpg

এই কমলা লেবুতে রয়েছে অনেক পরিমান ভিটামিন। এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এটি মানুষের শরীরের আয়রন বৃদ্ধি করে। এটি খেলে আমাদের মুখের সাত বাড়ে। এবং এটি টক জাতীয় হওয়ায় সকলের পছন্দের তালিকার অন্যতম শীর্ষে থাকে।
IMG20240904172856.jpg
আমাদের দেশে চাষ করা এই কমলালেবুগুলোর মান অনেক ভালো। একটা সময় ছিল আমাদের এদেশের মাটিতে কমলালেবু হতো না। তবে বর্তমানে আধুনিকতার মাধ্যমে উন্নত জাতের চারা উৎপাদন করে বর্তমানে আমাদের দেশে বিপুল পরিমাণের কমলা লেবু চাষ হচ্ছে। এবং এর ফলন অনেক বেশি দেখা যায়।

IMG20240904172903.jpg

IMG20240904172912.jpg

সর্বোপরি কমলালেবু আবার পছন্দের অন্যতম একটি সেরা ফল। কমলালেবু খেতে আমার অনেক ভালো লাগে। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল, পরবর্তীতে একটি কমলা লেবুর বাগান করার। এবং এদেশের অর্থনৈতিক খাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। আপনারা যারা নতুন কোন কিছু চাষ করতে চাচ্ছেন, তারা এই কমলালেবু চাষ করার মাধ্যমে নতুন একটি অধ্যায় শুরু করতে পারেন।

ধন্যবাদ।।