বন্ধুদের সাথে সন্ধ্যায় চটপটি ও হালিমের আড্ডা।।

in #blog17 hours ago (edited)

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বন্ধুত্বের মধুর সম্পর্কের অন্যতম মজার দিক হলো আড্ডা। আর যদি সেই আড্ডার সাথে থাকে মজার কোনো খাবার, তবে তো কথাই নেই! আজকের সন্ধ্যা ছিল ঠিক এমনই এক স্মরণীয় মুহূর্ত।

আমরা কয়েকজন বন্ধু মিলে পরিকল্পনা করলাম, সন্ধ্যার আড্ডার জন্য আমাদের প্রিয় জায়গায় যাব। ব্যস্ত দিন শেষে সবার মুখে একটাই কথা—"আজ কিছু স্পেশাল হওয়া চাই।" তাই সবার পছন্দের তালিকায় উঠে এলো চটপটি আর হালিম।

IMG20231128202149_01.jpg

আড্ডার জায়গা হিসেবে বেছে নিলাম শহরের এক পরিচিত দোকান। জায়গাটা গমগম করছে মানুষের কোলাহলে, আর সেখানে চটপটির ঝাঁঝালো গন্ধ ও হালিমের মোহনীয় সুবাস যেন মন ভরিয়ে তুলছিল।
IMG20231128202153.jpg
প্রথমেই শুরু হলো চটপটির আসল আনন্দ। তাতে ছিল মাখানো মশলার ঝাঁজ, সেদ্ধ ডিম আর টমেটোর টুকরো। মুখে দিলে যেন স্বাদে ভরে যাচ্ছিল পুরো সন্ধ্যা। এর পরেই এলো হালিমের পালা। মাখনের গন্ধে মোড়া হালিম, সঙ্গে লেবু আর পেঁয়াজ কুচি—গরম গরম খেতে যেন মন ভরে যাচ্ছিল।
IMG20231128200925.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
খাওয়ার ফাঁকে চলছিল নানা ধরনের গল্প। পুরোনো স্মৃতি থেকে শুরু করে নতুন পরিকল্পনা—সবই উঠে এলো আলোচনায়। কেউ বলছিল তাদের জীবনের নতুন অর্জনের কথা, কেউ আবার শেয়ার করছিল মজার ঘটনা। সেই হাসি-ঠাট্টা আর খুনসুটির মধ্যে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছিল।

বন্ধুদের সাথে সময় কাটানোর এক অনন্য মাধ্যম হয়ে উঠেছিল।আজকের সন্ধ্যার এই আড্ডা আবারও প্রমাণ করল, জীবনের ছোটখাট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিতে পারে।

ধন্যবাদ।।