বর্তমানে বাংলাদেশে কমলালেবু চাষ করে অনেক লাভবান হচ্ছে।।প্রথম পর্ব।

in #blog4 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বর্তমানে বাংলাদেশের কমলালেবু চা আসে কে সম্ভাবনাময় খাদ হিসাবে দেখা দিয়েছে। বর্তমানে উত্তরাঞ্চলে দেখা যায়, এদেশের বিভিন্ন জাতীয় চাষ করা হচ্ছে। চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে। মাঠের দিকে তাকালে দেখা যায় মাঠের পরে মার সাথে কমলা লেবু।

সেদিন আমি মাঠে ঘুরতে গিয়েছিলাম মাঠে ঘুরতে যেয়ে দেখে আমাদের দেশের গাছগুলোতে অনেক ভালো মানের কমলা ধরে আছে। রাত গুলো দেখে আমার খুব ইন্টারেস্ট জাগলো। গাছের কাছে যেতে দেখতে পাই, কমলা লেবু গাছে ধরে পেকে আছে। এবং আমি সেখান থেকে একটি কমলা লেবো খাই। লিমিটেড খুবই সুস্বাদু ছিল। যা এক কথায় বলতে গেলে অসাধারণ।

IMG20240904172939.jpg

এই লোগো গুলো হল চিনা থাই লেবু। এগুলো একটি গাছের প্রচুর পরিমাণে ধরে থাকে। এবং এর বাম্পার ফলন করতে লাভবান করে থাকে। এতে করে এদেশের কৃষকরা অনেক লাভবান হচ্ছে। এই লেবু খেতে তো অনেক সুস্বাদু । এবং প্রতিটি গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে থাকে। যা দেখলে চাষীদের মন ভরে যায়।

IMG20240904172907.jpg

বর্তমানে যুবকদের দেখা যায়, কৃষি চাষের জন্য তাদের অনেক আগ্রহী। বিশেষ করে তারা এদেশের মাটিতে উন্নত মানের চাষাবাদ করতে চায়। কমলা লেবু তার ভেতর অন্যতম।
IMG20240904172902.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে কমলা লেবুর গুনাগুন ও চাষ উপযোগী মাটির নিয়ে বিস্তারিত বর্ণনা। সে পর্যন্ত সবাই ভাল থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।