আঙুর ফল নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা আঙুর ফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আঙুর ফলের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।আঙুর ফল থেকে অনেকেই জুস তৈরি করে খেয়ে থাকে।আঙুর ফল থেকেই তৈরি করা হয় কিশমিশ।আঙুর ফলের গাছ গুলো লতা আকৃতির হয়ে থাকে।
আঙুর ফুল চাষ করলে গাছের জন্য মাচা তৈরি করে দিতে হয়।গাছ লাগানোর শুরুতেই এই মাচা গুলো তৈরি করে দিতে হয়।আঙুর ফল গুলোর অনেক গুলো প্রজাতি রয়েছে।আঙুর ফলগুলো বেশ কয়েকটি রংয়ের হয়ে থাকে।সেগুলোর মধ্যে রয়েছে সবুজ,কালো,বেগুনি,লাল এবং হলুদ।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমাদের দেশের কৃষকেরা সবুজ রঙের আঙুরটিই বেশি চাষ করে থাকে।আমাদের দেশের আঙুর ফল গুলো টক হয় বেশি পরিমানে।আমাদের দেশের মাটি গুলো ভালো না হওয়ার ফলে আঙুর ফল গুলো টক হয়ে থাকে।মাটির উর্বরতা দুর্বল হওয়ার কারণেই ফলন ভালো হয় না।