আঙুর ফল নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা আঙুর ফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আঙুর খুবই পুষ্টিকর একটি ফল।আমাদের দেশে আঙুর ফলের চাষ খুব কম পরিমাণে হয়ে থাকে।আমাদের দেশের চাষ করা আঙুর ফল গুলো খুব বেশি মিষ্টি হয় না।আঙুর ফলের মধ্যে থাকা পুষ্টিকর ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
আঙুর ফল আমার খুবই পছন্দের একটি খাবার।আমি ছোট থেকেই আঙুর ফল খেতে ভীষণ ভালোবাসি।সকল মানুষের ফল খাওয়া উচিৎ।ফল খেলে শরীরে রক্ত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।শরীর ভালো রাখার জন্য আমাদের প্রতিদিনের খাবারের তালিকা একটি করে হলেও ফল রাখা উচিৎ।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ফল শরীরের কোনো ক্ষতি করে না।ফলের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে।সকল দেশেই আঙুর ফলের প্রচুর পরিমাণে জনপ্রিয়তা রয়েছে।বাহিরের দেশে প্রচুর পরিমাণে আঙুর ফল চাষ করা হয়ে থাকে।