আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
সময়গুলো বড্ড বেশি অনিশ্চিত
কিন্তু আমাদের মৃত্যু সুনিশ্চিত,
আমরা ভবিষ্যতের জীবন নিয়ে চিন্তিত
কিন্তু বর্তমানটা আমাদের কাছে বড্ড বেশি অবহেলিত,
কালের নিয়মে আমরা সবাই সন্দিহান
কিন্তু সব অপারগতা পেরিয়ে আমরা গাই না সুখের গান।
লেখক:
লেখকের অনুভূতি:
আমাদের জীবনে মৃত্যু অবধারিত জেনেও আমরা বর্তমানকে উপভোগ করিনা।বরং সময়গুলোকে নষ্ট করে শুধুই অদূর ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানব জীবনে মৃত্যু হলো বড় সত্য,
তবুও জীবনে সুখের তরে করে কতই না কষ্ট।
চিন্তায় মত্ত থাকে ভবিষ্যৎ কে নিয়ে ,
মৃত্যু নিশ্চিত জেনেও নষ্ট করে বর্তমানকে।
সোনার দেহকে নষ্ট করে ভবিষ্যতের তরে,
অজস্র আকাঙ্ক্ষা মরে বর্তমানের অবহেলাতে!
জানি মোরা সময়ের বিবর্তনে সব হয় মলিন
তবে চলো জীবনকে রাখি সুখে,দুঃখকে করি বিলীন।
0.00 SBD,
2.74 STEEM,
2.74 SP
মৃত্যু আমাদের সুনিশ্চিত
প্রতিটি মুহূর্ত সময় বড় অনিশ্চিত,
সবকিছু জেনেও
আলেয়ার আলোর জন্য ছুটছি তার পিছু
ভবিষ্যৎকে কিনতে হবে
ছুটছি টাকার পিছু,
এক সেকেন্ডের নাই ভরসা,
সবকিছুই রং তামাশা
বর্তমানের কথা ভেবে
সৎ ভাবে জীবন গড়,
মৃত্যু আসবে অবধারিত সুনিশ্চিত ।
0.00 SBD,
2.73 STEEM,
2.73 SP
নিশ্চয়তা শুধু একটাই—শেষবেলায় থেমে যাওয়া,
তবু মানুষ স্বপ্ন বুনে প্রতিদিনের আশায় গড়া।
চাই সুখ, চাই শান্তি, চাই চিরন্তন রঙিন কাল,
ভুলে যাই আজকের ক্ষণ, করি কালেই সব জ্ঞাল।
আশার আলো মুছে যায়, ব্যস্ততায় ঢাকে মন,
ভয় আর দোটানায় কাটে জীবনের প্রতিটি ক্ষণ।
তবুও হৃদয়ে বাজে এক চুপিসারে বেঁচে থাকার গান,
এই অনিশ্চিত পথেই লুকিয়ে থাকে জীবনের প্রমাণ।
0.00 SBD,
2.72 STEEM,
2.72 SP
নিঃস্ব হৃদয়ে বয়ে চলে কষ্টের স্রোতধারার নদী,
তবুও মনে আশা জাগে নতুন ধ্রুবতারা সদি।
স্বপ্নগুলো তবু ছুটে চলে অজানা প্রান্তরে,
ভুলেই যাই জীবনটা ভরে আছে অনিশ্চয়তায় ঘোরে।
ভবিষ্যতের ভয়েই বর্তমানে হারাই শান্তির ঠিকানা,
অতীতের ছায়া মেখে বাঁচি, ভুলে থাকি আনন্দের মোহনা।
চাই একটু আলো জীবনে একটু ভালোবাসার গান,
যেখানে ধরা দেবে জীবনের কতশত অবহেলিত মান।
0.00 SBD,
2.72 STEEM,
2.72 SP
জীবনটা চলে যায় চোখের পলকে
তবুও আমরা থাকি দুশ্চিন্তায় রোজকালকে।
হাসি মজার সময়গুলো হারিয়ে যায় ধোঁয়ায়
কিন্তু কষ্টগুলো জমে থাকে মনের কোণায়।
চাইলে পারি একটু ভালোবাসা দিতে
তবুও কেন যেন অভিমানেই থাকি বাঁচতে।
সময় গেলে আর ফেরে না কখনো
তাই এখনই সময় ভালোবাসি বলার
0.00 SBD,
2.71 STEEM,
2.71 SP
ভবিষ্যতের দ্বারে ভয়ের কড়া,
বর্তমান যেন ভুলের খসড়া।
নিয়তির রাস্তায় আঁধার ভীড়,
মৃত্যু শুধু জানে ঠিক কবে পীড়।
তবু সব শূন্যতা পেরিয়ে প্রাণ,
আশার সুরে গাই সুখের গান।
@abb-fun, this is a fantastic initiative! I love how "Amar Bangla Blog" is fostering creativity with this micro-poetry contest. The featured poem by @green015 is thought-provoking, highlighting the contrast between our anxieties about the future and our neglect of the present.
The rules are clear, the rewards are enticing, and the prompt is inspiring. I'm sure this will encourage many users to express themselves poetically. I'm eager to read the community's contributions and see how they expand on the poem's themes. Keep up the great work in nurturing Bengali creativity on Steemit! I will resteem to support the initiative.
স্বপ্ন দেখি আগামীর, ভুলে যাই আজকের ব্যথা,
চলার পথে সুখগুলো চাপা পড়ে নীরবতা।
সময় ডাকে থেমে যেতে, আমরাও শুনি না,
অভিমান জমে থাকে প্রতিটি মুহূর্তে জমা।
ভবিষ্যতের ভয়েই আমরা হই নিঃসঙ্গ,
জীবনের আসল রঙটা যেন রয়ে যায় অস্পষ্ট ও ধোঁয়াটে।
সময় মানুষের জীবনে সব সময় অনিশ্চিত।
আর মৃত্যুর লেখা আমাদের জীবনে একদম নিশ্চিত।
ভবিষ্যৎ নিয়ে ভাবি আমরা বেশি ।
বর্তমান সময় আমরা করি অবহেলিত।
কালের নিয়মে আমরা সবাই স্বার্থপর।
গাই না কোন সুখের গান থাকে শুধু স্বার্থপর।
সময় আমাদের জীবনে থাকে সব সময়
মানুষের জীবনে অনিশ্চিত ।
আর মৃত্যুটা সব সময় ১০০% নিশ্চিত
থাকে মানুষের জীবনে।
ভবিষ্যৎ নিয়ে ভাবে বেশি
বর্তমান করে অবহেলা।
সব সময় করে আনন্দ সব
থাকেনা জীবনের কোন ছন্দ।