You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২০

in আমার বাংলা ব্লগlast month

সময়গুলো বড্ড বেশি অনিশ্চিত
কিন্তু আমাদের মৃত্যু সুনিশ্চিত,
আমরা ভবিষ্যতের জীবন নিয়ে চিন্তিত
কিন্তু বর্তমানটা আমাদের কাছে বড্ড বেশি অবহেলিত,
কালের নিয়মে আমরা সবাই সন্দিহান
কিন্তু সব অপারগতা পেরিয়ে আমরা গাই না সুখের গান।

ভবিষ্যতের দ্বারে ভয়ের কড়া,
বর্তমান যেন ভুলের খসড়া।
নিয়তির রাস্তায় আঁধার ভীড়,
মৃত্যু শুধু জানে ঠিক কবে পীড়।
তবু সব শূন্যতা পেরিয়ে প্রাণ,
আশার সুরে গাই সুখের গান।