You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২০
সময় আমাদের জীবনে থাকে সব সময়
মানুষের জীবনে অনিশ্চিত ।
আর মৃত্যুটা সব সময় ১০০% নিশ্চিত
থাকে মানুষের জীবনে।
ভবিষ্যৎ নিয়ে ভাবে বেশি
বর্তমান করে অবহেলা।
সব সময় করে আনন্দ সব
থাকেনা জীবনের কোন ছন্দ।