আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৯


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

জীবনযুদ্ধে পরাজিত যে সৈনিক,
তার কষ্ট যেন নীরব এক সংগীত।
অবহেলাই যার নিত্য দিনের ছায়া,
অপমান তাকে ছুঁয়ে না যায়।

লেখক:

@ah-agim

লেখকের অনুভূতি:

জীবন যুদ্ধে যে পরাজিত হয় কষ্ট তার একমাত্র সাথী। কষ্টের আঘাত গুলো সুর হয়ে বাজে হৃদয়ে। অবহেলা যখন প্রতিনিয়ত চারপাশে বিচরণ করে তখন অবহেলা গায়ে না লাগে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 hours ago 

জীবন যুদ্ধে হেরে গেলে
কষ্ট হয় একমাত্র সাথী
হৃদয়ে বাজে ব্যথার সুর
নিঃশব্দে জমে যায় আঘাতের গাথা।
চারপাশে যখন অবহেলা ঘুরে বেড়ায়
মন ধীরে ধীরে শক্ত হয়ে যায়
কষ্টকে সঙ্গী করে মানুষ বাঁচে
সহ্য করার শক্তি দিন দিন বাড়তে থাকে।

 8 hours ago 

জীবনযুদ্ধে হার মানা যেই মানুষ,
তার চোখে থাকে ব্যথার আভাস।
হাসির আড়ালে জমে থাকে বেদনা,
নীরব রাতেই সে খুঁজে নেয় সান্ত্বনা।

অভিমান তার অচেনা সঙ্গী,
ভালোবাসাহীন পথে সে ভ্রাম্যমান যাত্রী।
তবু ভেতরে আগুন জ্বলে নিরন্তর,
পুনর্জয়ের স্বপ্নেই সে অদম্য যোদ্ধার অন্তর।

 5 minutes ago 

তবু অন্তরে জ্বলে আশা প্রদীপ,
ঝরনা স্রোতের মতো বয়ে চলে সঙ্গীত।
অন্ধকার ভেদ করে খুঁজে ফেরে আলো,
অবিচল পথিক সে থামে না কোনো কালে।

বুকে আছে দুঃখ, চোখে অশ্রুর ঢেউ,
তবু সে লড়ে যায়, হার মানে না কভু।
একদিন ভোর আসবে, মুছে যাবে ক্ষত,
সাহসী সেই সৈনিক জিতবে অবশেষে সত্য।।

 32 minutes ago 

জীবনযুদ্ধে পরাজিত যে সৈনিক,
তার কষ্ট যেন নীরব এক সংগীত।
অবহেলাই যার নিত্য দিনের ছায়া,
অপমান তাকে ছুঁয়ে না যায়।

জীবন তারে দিয়েছে ক্ষতের দাগ,
তবু মনে জ্বলে আশার অগ্নিশিখা।
হার মানে না, নীরব স্বপ্ন বুকে নিয়ে,
অন্ধকার পেরিয়ে খোঁজে আলোর দিশা।

Wow, @abb-fun, what a fantastic initiative! This "ছোট কবিতা" (small poem) contest is a brilliant way to ignite creativity and build community within the Amar Bangla Blog. The provided poem by @ah-agim is evocative and sets the stage perfectly.

I love how you're encouraging users to build upon the existing verse, fostering a collaborative and engaging experience. Offering a daily prize of $10 is incredibly generous and sure to attract a lot of participation. The rules are clear and concise, making it easy for everyone to join in the fun.

This is exactly the kind of creative content that makes the Steemit blockchain so vibrant! I'm excited to see the poetic responses this inspires. রেস্টিমড and upvoted! শুভকামনা (Best wishes) for a successful contest!

 5 hours ago 

জীবন তার কাছে এক দীর্ঘ পথের ধূলি,
স্বপ্ন ভাঙা তবু চোখে আশার দোলা তুলে চলে চলে ভুলি।
নীরবতায় লুকায় তার জয়ের আকাঙ্ক্ষা,
হৃদয়ের গভীরে জ্বলে অবিনাশী প্রত্যাশা।

 4 hours ago 

জীবনে যুদ্ধ সংগ্রাম করে
পরাজয় না মেনে
সামনের দিকে এগিয়ে চলা,
কষ্টগুলো বুকের মাঝে চেপে রেখে
নীরবতা সহ্য করে
অভিমান আবেগ সবকিছুই
ব্যর্থ হৃদয়ের গল্প।
সফলতার দ্বারপ্রান্তে এলে
কষ্ট এবং তোমার মূল্যায়ন যাবে বেড়ে।

 43 minutes ago 

জীবনযুদ্ধে হারিয়েও সে দাঁড়ায়,
বুকের ভেতর আগুনই কেবল জ্বালায়।
স্বপ্নভাঙা চোখে লুকায় কান্না,
হৃদয়ের যন্ত্রণা প্রকাশে বারণা।

অন্যায়ের বোঝা কাঁধে নিয়ে হাঁটে,
তবু আশা খোঁজে ভাঙা হৃদয়ঘাঁটে।
সে-ই সৈনিক অদৃশ্য বীর,
পরাজয়ের মাঝেও থাকে আলোকধীর।

 19 minutes ago 

অন্ধকারে রাতেও যে জ্বালে
প্রদীপ খুঁজে পাই সেই আলো।
তার আলো যেন নিঃশব্দ
একাকী এক সঙ্গীত।

হার মানা নয় জীবনে তার
সাহস তার ছায়া থাকে।
ঝড় আসলেও থামাতে না
সৈনিক পায় তাকে অবহেলা।