You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৯
জীবনযুদ্ধে হারিয়েও সে দাঁড়ায়,
বুকের ভেতর আগুনই কেবল জ্বালায়।
স্বপ্নভাঙা চোখে লুকায় কান্না,
হৃদয়ের যন্ত্রণা প্রকাশে বারণা।
অন্যায়ের বোঝা কাঁধে নিয়ে হাঁটে,
তবু আশা খোঁজে ভাঙা হৃদয়ঘাঁটে।
সে-ই সৈনিক অদৃশ্য বীর,
পরাজয়ের মাঝেও থাকে আলোকধীর।