You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৯
তবু অন্তরে জ্বলে আশা প্রদীপ,
ঝরনা স্রোতের মতো বয়ে চলে সঙ্গীত।
অন্ধকার ভেদ করে খুঁজে ফেরে আলো,
অবিচল পথিক সে থামে না কোনো কালে।
বুকে আছে দুঃখ, চোখে অশ্রুর ঢেউ,
তবু সে লড়ে যায়, হার মানে না কভু।
একদিন ভোর আসবে, মুছে যাবে ক্ষত,
সাহসী সেই সৈনিক জিতবে অবশেষে সত্য।।