Beautiful pond and clouds sky

in #yui2 years ago

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



IMG_20221207_214559.jpg

IMG_20221207_214549.jpg

IMG_20221207_214541.jpg

FB_IMG_1670331014321.jpg

এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দের একটা জায়গা। এখানে বসে আমি অনেক সময় ব্যয় করি। অধিকাংশ সময় আমি এই জায়গাটিতে আসি। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে অনেকগুলো চেয়ার রয়েছে যা আপনি বসে বসে এই জায়গাটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর তার পাশে বড় বড় বিল্ডিং। আর এই দৃশ্যটাই চারপাশের সৌন্দর্য আরো বেশি করেছে। তার সাথে সাথে ঐদিন ছিল খুবই শুষ্ক দিন। আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। যা দেখে মনটা শান্তি হয়ে যায়। যাইহোক আশা করি সকলের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।


THANK YOU FOR STOPPING BY!