আপনি, তুমি, তুই
আমরা রিক্সাওলা , বাসের হেল্পার , হোটেল বয় এবং আমাদের তথা কথিত বিভাজনে নিম্ন পেশার মানুষদের সরাসরি তুই বা সর্বোচ্চ তুমি সম্বোধন করি বয়সে যত বড়ই হোক না কেন, বাবার বয়সী হলেও। আচ্ছা আমরা এটা কিসের মাপকাঠিতে করি ? তাদের থেকে আমরা বেশি শিক্ষিত বলে, আমাদের সমাজিক অবস্থান উচু বলে , আমরা বেশি ইনকাম করি বলে। তাহলে এই সব মাপকাঠিতে তো আমাদের থেকেও অনেক উচু মানুষ আছে , সেই তারা যদি আমাদের 'তুই ' বলে তখন আমাদের কেমন লাগবে ! একবার ভেবে দেখেছি কি ?