সবুজ বাগান সোসাইটি Sobuj Bagan Society

in #writing4 months ago

আমি যদি হতাম বনহংস,
বনহংসী হতে যদি তুমি;
কোনাে এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;
~ জীবনানন্দ দাশ 🌻

468326134_2001900400250434_2760951665568241703_n.jpg

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে গ্রুপে ঢোকা হয়না। ছাদ বাগানের কিছু ফুল দেখে মনটা ভালো লাগছে,তাই সবার সাথে ভালো লাগা টুকু শেয়ার করতে ইচ্ছে হল।

468059814_3110108709127070_412799659100916020_n.jpg

ا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। (সূরা বাকারা, আয়াত: ২৮৬)
আল্লাহ মানুষকে যে পরিস্থিতিতেই রাখুন না কেন, মানুষ তার মোকাবেলার ক্ষমতা রাখে। মানুষ যদি ধৈর্য ধরে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনা।🤲🌼🥀

468020835_3110108752460399_4282690803241909197_n.jpg