General Writing: "যেখানে আশা আছে, সেখানে পথও আছে।"
ABB 11 সেপ্টেম্বর ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
"যেখানে আশা আছে, সেখানে পথও আছে।"
প্রতিটা মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। যেখানে আশা থাকে না সেখানে কোনো কিছুই হয় না। আশা আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রথম শক্তি হিসেবে অনেক বেশি পরিমাণে কাজ করে থাকে। এটি হচ্ছে এগিয়ে যাওয়ার প্রথম শক্তি। আমরা যদি আশা নিয়ে কাজ করি তাহলে রাস্তা নিজে থেকেই আমরা পেয়ে যাবো। যেখানে আশা থাকবে সেখানে পথ অবশ্যই খুঁজে পাওয়া যাবে। যে মানুষগুলো আশাহীন হয়ে থাকে সে মানুষগুলো সব সময় পথ হারায়। তারা কখনোই পথ খুঁজে পায় না, কারণ তাদের মধ্যে কোনো আশা নেই। তবে যাদের আশা রয়েছে, তারা নিজেরাই পথ বানিয়ে ফেলে।
কোনো কিছু করার জন্য নিজের মনোবল কে জাগিয়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আশা আমাদের মনোবল কে জাগিয়ে তোলে। আর আমাদের সেই মনোবলের কারণে আমরা আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হই। আর আমাদের সেই মনোবল অসম্ভবকেও অসম্ভব করতে পারে একসময়। এজন্য আসার মাধ্যমে মনোবলকে জাগ্রত করা উচিত। যেন আমরা অসম্ভবকেও অসম্ভব করতে পারি খুব সহজে। আমরা অনেকেই রয়েছি যারা কোনো কিছু শুরু করার আগে বলে ফেলি, এটা একটি অসম্ভব কাজ। যা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। তবে আমাদের মধ্যে যদি আশা থাকে, তাহলে অবশ্যই পারবো।
জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক রকমের সমস্যার সম্মুখীন আমরা হবো। কিন্তু সেই সমস্যা গুলোর সমাধান আমরা অবশ্যই করতে পারব যদি আমাদের আশা থাকে। একটা কথা আছে না আশা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আশা হচ্ছে অন্ধকারে জ্বালানো আলোর মতো। যেটা আমাদেরকে অন্ধকারে পথ দেখিয়ে থাকে। আর আশা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। আর সেই পথের মাধ্যমে আমরা সফলতার দুয়ারে খুব ভালোভাবে পৌঁছাতে পারি। এই পথ আমাদেরকে সফলতার দরজায় নিয়ে যায়। তাই আশা ছেড়ে দেওয়া কখনোই উচিত নয়।
আমরা কখনো যদি বিপদে পড়ি সেই বিপদ থেকে আমরা অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। আর এরকমটা আমরা করতে পারব আশার মাধ্যমে। আশা থাকলে আমরা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, যতই আমাদের সামনে বিপদ আসুক না কেন। অনেকেই রয়েছে মাঝপথে হাল ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আশা থাকলে এরকমটা হয় না। কারণ আশা আমাদেরকে হাল না ছেড়ে দেওয়ার শিক্ষা দেয় খুবই ভালোভাবে। আর সেই শিক্ষা অর্জন করে আমরা ভালোভাবেই এগিয়ে যেতে পারি নিজেদের লক্ষ্যে।
আশা আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অনেক সাহায্য করে থাকে। আর এটি আমাদেরকে আমাদের এগিয়ে যাওয়ার পথের দিকে ঠেলে দেয়। যেন আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি। যদি আশা থাকে তাহলে আমরা সুযোগ খুঁজে পাবো খুব ভালোভাবে। আসার মাধ্যমেই বড় বড় সুযোগ গুলো আমরা খুঁজে পাই। বিজয়ের পথের দিকে হাঁটার সাহস আমাদেরকে আশা দিয়ে থাকে। যে সাহসটা প্রতিটা মানুষের ভিতরে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সাহসের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারব । তাই আশা রাখতে হবে সবকিছুতে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5