মৃত্যুর পূর্বে ৪ জন ফেরেস্তা যেভাবে জানিয়ে দেয় মৃত্যুর আগাম সংবাদ
হাদীস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের
অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হবার
সময় ঘনিয়ে আসে, তখনচারজন ফেরেশতা তার
কাছে উপস্থিত হয়।
সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন
“আসসালামু আলাইকুম” হে অমুক! আমি তোমার
খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম।
কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেক পশ্চিম প্রান্ত
পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য
সংগ্রহ করতে পারলাম না।
সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়ত
এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে।
পৃথিবীতে তুমি আর বেশীক্ষণ থাকবে না।
অত:পর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম
করে বলবেন হে আল্লাহর বান্দা!
আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম,
কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সবৃত্র অন্বেষণ করেও এক
ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না।
সুতরাং আমি বিদায় হলাম।
অত:পর তৃতীয় ফেরেশতা এসে সালাম
করে বলবেন হে আল্লাহর বান্দা!
আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত
ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য
একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না।
সুতরাং আমি বিদায় নিচ্ছি।
চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন
হে আল্লাহ বান্দা!
আমি তোমার শ্বাস- প্রস্বাস চালু রাখার কাজে নিযুক্ত
ছিলাম। কিন্তু আজ পৃথিবীর এমন কোন জায়গা খুঁজে
পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস-
প্রশ্বাস গ্রহণ করতে পার।
সুতরাং আমি বিদায় নিচ্ছি।
অত:পর কেরামান কাতেবীন ফেরশতাদ্বয় এসে
সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা!
আমরা তোমার পাপ-পূণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম।
কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর
কোন পাপ-পূণ্য খুঁজে পেলাম না।
সুতরাং আমরা বিদায় নিচ্ছি।
এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন
হে আল্লাহর বান্দা! এর দিকে লক্ষ্য কর।
সে দিকে লক্ষ্য করামাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত
হবে এবং কেউ যেন ঐ লিপি পড়তে না পারে এজন্য
সে ডানে বামে বার বার দেখতে থাকবে।
অত:পর কেরাম কাতেবীন প্রস্থান করবেন।
তখনই মালাকুল মউত তার ডান পাশে রহমতের
ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা
নিয়ে আগমন করবেন
তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন,
আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন।
কন্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং যমদূত তা কবজ করবেন।
হে আল্লাহ তুমি রাহমানের রহিম, তুমি দয়ালু, তুমি
আমাদের সবাইকে খাটি মুসলমান না বানিয়ে কবরে
নিও না।
( আমিন )
Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.
Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
More information and tips on sharing content.
If you believe this comment is in error, please contact us in #disputes on Discord
Sneaky Ninja Attack! You have just been defended with a 2.44% upvote!
I was summoned by @mdmostofa. I have done their bidding and now I will vanish...
woosh
A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.
Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?