"বর্তমানে সুস্থ ও স্বাভাবিক থাকাটাই চ্যালেঞ্জ"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৬ শে জুলাই, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পরে আজকে জেনারেল রাইটিং একটা পোস্ট লিখতে বসলাম। আমি সাধারণত ভ্রমণ পোস্টগুলো সব থেকে বেশি করি। তবে আজকে হুট করে একটা বিষয় নিয়েই মাথার ভিতর ভাবনা ঢুকে গেল। বর্তমানে যে পরিস্থিতি সবকিছু বিবেচনা করলে সুস্থ ও স্বাভাবিক থাকাটা সবার জন্য চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না এটা পুরো পৃথিবীর মানুষের জন্য। যত সময় যাচ্ছে তত পৃথিবীতে নতুন নতুন রোগের উৎপত্তি হচ্ছে মানুষ নতুন নতুন ভাবে সেইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। যাই হোক আমি আজকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
আজকাল চারপাশে তাকালেই দেখা যায়, একটার পর একটা নতুন রোগ। শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবী জুড়ে যেন এক অদৃশ্য রোগের যুদ্ধ চলছে। একদিকে ভাইরাস, অন্যদিকে মানসিক চাপ সব মিলিয়ে মানুষ প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন নতুন অসুখ আসছে, মানুষ আবার নানা উপায়ে তা মোকাবেলাও করছে, কিন্তু সহজে মুক্তি পাচ্ছে না।
বিশেষ করে আমাদের বাংলাদেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ এই বছর অনেক বেশি। আমি নিজেও ঢাকায় থাকি, তাই চারপাশে এই রোগের প্রভাবটা খুব কাছ থেকে দেখছি। কিছুদিন আগেই আমারও হঠাৎ জ্বর হয়েছিল। প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা নিয়ে অনেক কষ্টের মধ্যে ছিলাম কয়েকদিন।
আমি অসুস্থ হওয়াতে কয়েক দিনের ভীষণ কষ্ট করেছি সত্যি বলতে জ্বর আসার পরে কোন কিছু খাইতেই পারতাম না আর যা খাইতাম তা সব বমি হয়ে যেত। এরকম সমস্যার মুখোমুখি এর আগে কখনো হয়নি। আসলে অনেক বছর পরে এবার জ্বরে কাবু করতে পেরেছিল। আমার জ্বর ধীরে ধীরে ঠিক হয়ে গেলেও এখনো মাঝেমধ্যে মাথাব্যথা হয়, যা আগে কখনো হতো না।
জ্বরের আগ পর্যন্ত আমি পুরোপুরি সুস্থই ছিলাম। তাই এই হঠাৎ সমস্যা নিয়ে একটু চিন্তায় আছি। অনেকেই বলছে, ভাইরাস জ্বরের পর এরকম সমস্যা থেকে যায়, আবার ধীরে ধীরে সেরে যায়। আমিও বিশ্বাস করি, ঠিক হয়ে যাবে। তবে এর মধ্যেই বুঝতে পারছি আজকাল সুস্থ থাকার জন্য কেবল চিকিৎসা নয়, নিজেরাই নিজেদেরকে যত্ন নিতে হবে।
যত বেশি আমাদের নিজেদেরকে যত্ন নিতে পারবো আমরা তত বেশি সুস্থ থাকবো। এখনকার সময় আমাদের সবার উচিত নিজেদের খেয়াল নিজেরাই রাখা হলেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। যাইহোক সবাইকে নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই সুস্থ থাকবেন।
পোস্টের বিবরন
পোস্ট ধরন: জেনারেল রাইটিং
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1949482580509954082?t=-bgKyVdMGIjgdFRHd9IgxA&s=19
https://x.com/aongkonbd/status/1949115871982768519?t=uooSXYyuYPDwI7FMashm1Q&s=19
Wow, @aongkon, what a thoughtful and timely post! It's so relatable to hear about your experience with illness and the challenges of staying healthy in today's world. Your concern for the well-being of your community and the emphasis on self-care truly resonate.
The way you've weaved in your personal touch, along with the local context of Bangladesh, makes this post especially engaging. It's great to see you sharing such relevant insights on the Steemit platform through the "Amar Bangla Blog" community.
Thank you for encouraging us to prioritize our health. Wishing you a speedy recovery from the lingering effects of your illness and looking forward to reading more of your content! Keep up the fantastic work!