যে পাথর চলতে পারে !
মাঝে মাঝে পৃথিবীটা অনেক অদ্ভূত রকম মনে হয়।
পৃথিবীতে এমন সব রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি।
তেমনই প্রকৃতির এক বিস্ময় হলো ডেথ ভ্যালি উপত্যকার রেসট্র্যাক প্লায়া জায়গাটির চলমান পাথর।
ক্যালিফোর্নিয়ার রেসট্র্যাক প্লায়ার ওই অংশটি জনমানবহীন এক বৈচিত্রময় জায়গা।
সচরাচর অন্যান্য প্রাণীও দেখা যায় না এখানে।
অবিশ্বাস্য হলেও সত্যি।
আমারও অবিস্যাস মনে হয়।
কেনো এই পাথর চলবে.?
এই উপত্যকার রহস্যময় পাথরগুলো কোন এক অজানা কারণে তার স্থান পরিবর্তন করে চলে।
এক কথায় বলা যায় পাথর হাটা চলা করে।
আজ পর্যন্ত পাথরগুলোকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি।
তবে মাটির স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়।
এদের মধ্যে কিছু কিছু পাথরের ওজন কয়েকশ পাউন্ড।
মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও, আশেপাশে মাটিতে তাদের কোনো পদচিহ্ন পাওয়া যায় না।
সর্বপ্রথম ১৯৪৮ সালে ডেথ ভ্যালিতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে।
কিছু গবেষকদের মতে, মাটি কর্দমাক্ত থাকায় এবং বরফ পড়ে পিচ্ছিল হওয়ায় তখন বাতাসের ধাক্কায় পাথরগুলো স্থান পরিবর্তন করতে পারে।
শেষ পর্যন্ত এই যুক্তিও গ্রহণযোগ্যতা পায়নি।
আজ অব্দি সবাই চেষ্টা করে চলেছে পাথরের এই রহস্য ভেদের।
তবে এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি।
তবে পদার্থ বিজ্ঞান কিভাবে এর ব্যাখা দিবে.?
আপনার কাছে হয়তো অবিস্যাস মনে হবে।
তবে আপনি ইন্টারনেট থেকে আরো তথ্য খুজে বের করতে পারেন।
অজানা কিছু তথ্য খুজে বের করে আমি পোষ্ট করার চেষ্টা করছি...
আপনার ভালো লাগলে আমার পোষ্টে আপভোট দিয়ে সাহায্য করবেন।
আপনার বন্ধু হৃদয় পালোয়ান।
Warning! This user is on my black list, likely as a known plagiarist, spammer or ID thief. Please be cautious with this post!
If you believe this is an error, please chat with us in the #cheetah-appeals channel in our discord.
Congratulations @hridoypaloyan! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP