তেঁতুল ফুলের ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো তেঁতুল ফুলের ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250630_205715.jpg

তেঁতুল গাছে ভুত থাকে এই কথা বলে ভয় দেখাতো আমাদের কে আর ছোট বেলায় তেঁতুল গাছের আশেপাশে ও যেতাম না বড়োরা যতোক্ষণে তেঁতুল পেড়ে না দিতো খেতাম না।তেঁতুল গাছে ভুত শুধু গল্পেই সীমাবদ্ধ এখন বুঝতে পারি।

আমাদের বাড়িতে তিনটি তেঁতুল গাছ ছিলো। বাথরুমের পিছনে একটা। কলতলায় একটা ও আমার দিদুর ঘরের জানালার পাশে একটা।কল তলার ও জানালার পাশের তেঁতুল গাছ দুটো অনেক ছোট ছিলো তাই ভয় পেতাম না কিন্তুু বাথরুমের পিছনের গাছটি বড়ো ছিলো খুব বড়ো নয় তবে বড়ো আর সে গাছটির তেঁতুল কখনো পাড়তে যেতাম না ভুতের ভয়ে।যতোক্ষণে মা বাড়ির কাজের লোককে দিয়ে পেড়ে দিতো ততক্ষণে খাওয়া হতো।

টিউবওয়েল পাড়ের ও জানালার পাশের তেঁতুল গাছ দুটো আমরা যেমন ছোট দেখছি আমার বাবা,কাকারাও নাকি সেম দেখে আসছে ছোটবেলা থেকে।কোন উন্নতি নাই গাছ দুটোর দেখতো সেম গাছ দুটো।ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে যখন জানালা দিয়ে তাকাতাম তখন কখনো কখনো তেঁতুল গাছের তলায় দেখতে পেতাম বিড়াল সাপের খেলা।কি ভয়ংকর সে খেলা। অবশেষে সাপকে মেরে ফেলতো বিড়াল।

খুব কাছ থেকে কিংবা মনোযোগ দিয়ে কখনো তেঁতুল ফুল দেখিনি কিন্তুু বাংলা ব্লগে ঢোকার পর থেকে যে কোন জিনিস মনোযোগ দিয়ে দেখার প্রবনতা হয়েছে এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার ইচ্ছে শক্তি অনেক হয়েছে।

বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে টিউবওয়েলের তেঁতুল গাছটিতে দেখলাম অসংখ্য তেঁতুল ফুল ফুটেছে।মা বল্লেন দু বছর থেকে অনেক তেঁতুল ধরে। গাছটি দেখলে যে কেউ অবাক হবে ও ভাবে এতোটুকু তেঁতুল গাছে তেঁতুল ফুল ফুটেছে। আমিও অবাক হলাম এবং ফটোগ্রাফি করলাম।লক্ষ্য করলাম যে ছোট ছোট অনেক তেঁতুল ধরেছে গাছে।খুবই ভালো লাগলো কারণ এখন হাত দিয়ে পেড়ে তেঁতুল খাওয়া যাবে।

মনে পড়ে গেলো জানালার পাশের তেঁতুল গাছটির কথা।পুরানা ঘরটি ভেঙে নতুন করে বাড়িয়ে ঘর দেয়ার সময় তেঁতুল গাছটি কেটে ফেলেছিলো আজ থাকলে এই গাছের মতো তেঁতুল ধরতো।
খুবই চমৎকার সুন্দর সব তেঁতুল ফুল।
তো চলুন দেখি তেঁতুল ফুলের ফটোগ্রাফি।

IMG_20250630_205715.jpg

IMG_20250630_205759.jpg

IMG_20250630_205740.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর তেঁতুলের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250629_150913.png

IMG_20250629_150904.png

Sort:  
 3 days ago 

আপনাদের বাড়িতে অনেকগুলো তেঁতুল গাছ ছিলো জেনে ভালো লাগলো। আগেকার সময় গ্রাম অঞ্চলে অনেক তেঁতুল গাছ দেখাতে পাওয়া যেত। এখন খুবই কম দেখা যায়। তেঁতুল ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দিদি।

 3 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে তেঁতুল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা তৃতীয় ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 2 days ago 

আমি কখনো তেতুলের ফুল দেখিনি। আমাদের বাড়িতে এবং বাড়ির এলাকার আশেপাশে কোথাও তেঁতুল গাছ ছিল না। তবে আমি এখনো জানি যে তেতুল গাছে ভূত থাকে। জানি না এটা সত্যি কি মিথ্যে। ছোটবেলা থেকে শুনেছি তাই বিশ্বাস মনে জন্ম নিয়েছে। তবে বেশ ভালো লাগলো আপনার এই পোষ্টের মাধ্যমে তেতুল ফুলের ফটোগ্রাফি দেখার সৌভাগ্য হল।

 yesterday 

সব সময় অনেক ভিন্ন এবং নতুন কিছু ফটোগ্রাফি দেখে থাকি৷ তবে আজকে যেভাবে আপনি তেঁতুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷ যেভাবে আপনি এত সুন্দর ভাবে এই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনার সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷