আমি কখনো তেতুলের ফুল দেখিনি। আমাদের বাড়িতে এবং বাড়ির এলাকার আশেপাশে কোথাও তেঁতুল গাছ ছিল না। তবে আমি এখনো জানি যে তেতুল গাছে ভূত থাকে। জানি না এটা সত্যি কি মিথ্যে। ছোটবেলা থেকে শুনেছি তাই বিশ্বাস মনে জন্ম নিয়েছে। তবে বেশ ভালো লাগলো আপনার এই পোষ্টের মাধ্যমে তেতুল ফুলের ফটোগ্রাফি দেখার সৌভাগ্য হল।