ফটিকছড়ি যে বাবে যাবেন।
চট্টগ্রাম থেকে হাটহাজারী উপজেলার থেকে অটোরিকশায় যাতায়াত বাড়া জন পতি ৫০ টাকা। আপনাকে ফটিকছড়ি নামিয়ে দিবে।আপনে চাইলে সি এনজি বা বাইকে যেতে পারেন।ফটিকছড়ি আপনাকে অপকৃতির ছুওয়া আপনা মনকে পশান্তি করবে।আপনারা যার রাবার বাগান দেখেনায় তারা রাবার বাগান দেখতে পাবেন।এখানে অনেক পজাতি গাছ আছে।ফটিকছড়ি তে মন বরে নিশাস নিতে চাইলে একবার হলেও ফটিকছড়ি আসতে হবে।আল্লাহ সৃষ্টি মানুষের জন্য আসিবাত। আল্লাহ মানুষের কলানের জন্য সৃষ্টি করেছেন।কেছু মানুষ গাছ কেটে বন উজার করছে। এবাবে চলতে থাকলে পৃথিবী ধংশ হতে বেশি দিন লাগবে না।
আমাদের উচিত এখনই পরিবর্তন আনতে হবে।পকতৃ
Sort: Trending
Loading...