গত দু তিন দিন ধরেই খালি বার বার মনে হচ্ছিল যে,

in #typhoid4 years ago

গত দু তিন দিন ধরেই খালি বার বার মনে হচ্ছিল যে, আমার বাবার যখন টাইফয়েড হয়েছিল, তখন আমার সার্টেনলি হবেনা। আমি বুঝে পাচ্ছিলামনা কোন কারণ ছাড়া, এই আনরিলেটেড সময়ে হঠাৎ রিলেটেভলি এই অপ্রয়োজনীয় কথাটাই কেন বার বার মনে হবে? তারপর গতকালকে খবর পেলাম, আমার এক আত্মীয়ের টাইফয়েড হয়েছে।
অদ্ভুত ব্যাপার স্যাপার, ব্যাপারটা তাইলে আমার বিষয়ে ছিলনা, ঘটবে সেই বিষয়ে ছিল। আগের দিনের যে আর্টিকেলটা লিখেছিলাম তার জন্য‌ মনে হবে, এমন‌ও নয়।
বিঃদ্রঃ পূর্বপুরুষের কোনো রোগ হয়েছিল মানেই যে তার কিওর পরবর্তী প্রজন্মের ডিএন‌এতে বাইন্ড হয়ে যাবে এমন ভাবার কোন মানে নেই। বায়োলজিতে কোনকিছুর গ্যারান্টি নেই।