Tuntuni Bird.

in #tuntuni7 years ago

টুনটুনি পাখির সুর খুবই মধুর। বেশিরভাগ একাকী বিচরণ করে এই পাখি। টুনটুনি অতি অস্থির মতি পাখি,এক জায়গায় বেশিক্ষণ থাকে না, উড়াউড়ি করে বেড়ায়। আগে বনে জঙ্গলে, গ্রামে শহরে বিচরণ করে বেড়াত,এখন পর্যাপ্ত বাসস্থানেরর অভাবে এরা হারিয়ে যাচ্ছে। ছোট আকৃতির টুনটুনি পাখি সবারি প্রিয়। তাই এদের রক্ষায় সবার সতেষ্ট হতে হবে।

Sort:  

This post has received a 0.27 % upvote from @speedvoter thanks to: @ananya.

This post has received a 0.20 % upvote from @drotto thanks to: @ananya.