Photography of Beautiful Rose Flower
হ্যালো স্টিমিট বন্ধুরা......
আমি আশা করি তোমরা সবাই ভাল করতেছ? আমিও ভালো . তাই আমার পরবর্তী ব্লগে স্বাগতম।
আজ আমি আপনাদের সাথে গোলাপ ফুলের একটি ছবি শেয়ার করব। সুন্দর গোলাপী ফুলের ফুল। এই ফুলের গোলাপের পাপড়ির সুগন্ধ খুবই সুন্দর। ছবিটি উল্লেখিত এলাকার রাস্তায় তোলা। সমস্ত সম্প্রদায়ের বন্ধুরা, আমাকে সমর্থন করুন. আশা করি সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন যেন আরো ভালো ছবি তুলতে পারি। আমি প্রতিটি ফুল ভালোবাসি গোলাপ আমার প্রিয় ফুলের একটি এবং যারা ফুল ভালোবাসে তাদের জন্য এটি চমৎকার। গোলাপ ফুল সবার প্রিয় ফুলের একটি। ফুলকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। এই ফুল বারবার আমার বাগানের সৌন্দর্য বাড়িয়েছে
আশা করি আমার ফটোগ্রাফি করি সকলের পছন্দ হয়েছে। এই ফুলের নাম আমি জানি না তবে সকলে পছন্দ করে। আমার ফোটোগ্রাফি কেমন হলো তা কমেন্ট করে জানাও বন্ধুরা।