Photography of Rose Flower

in #trio2 years ago

আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ আজকের ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে রাখ। তো চলুন শুরু করা যাক।আজকে সুন্দর একটি কালো গোলাপ ফুল। এই গোলাপ ফুল অন্য রকম। এটা খুব কম দেখা যায় এই কালো রঙের গোলাপ ফুল গুলো। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।

FB_IMG_1665018612313.jpg

FB_IMG_1665018608446.jpg

FB_IMG_1665018616364.jpg

আশা করি সকলের ভালো লাগবে। এই ফুলকে কার কার পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাও বন্ধুরা।