সূপারি গাছ অর্থকারী ফসলsteemCreated with Sketch.

in #tree2 years ago

সুপারী একটা অর্থ করি ফসল আর পান শুপারি অনেকে খায় বিশেষ করে কোনো অনুষ্ঠানে পান সুপারী না হলে মনে হয় চনবেই না। এখন সুপারী গাছ অনেকেই লাগাচ্ছে কারণ বাগান আকারে কারণ সুপারী এতো দাম যে একটা মানুষে যদি একশো সুপারি গাছের একটা বাগান থাকে তাহলে সেই লোকটা বছরে একলক্ষ্য টাকা থেকে দেড়লক্ষ্য টাকা ইনকাম করতে পারে আর এই সুপারী গাছ বা সুপারী বাগনা করা খুবেই সহজ একটা সুপারী মাটিতে পুতিয়ে রাখলে কিছু দিনের মধ্যে চারা গাছ হয়ে যাবে তারপর এই চারা গাছ তুলে অন্যত্র লাগালেই সেটা সুপারী গাছ হয়ে যাবে আর একটু ভালো করে যত্ন নিলে সুপারি গাছ তারাতারি বড়ো হয়ে যাবে আর খুঁদ তাড়াতাড়ি গাছে ফল আসবে। গাছে ফল পাকলে সেটা গাছ থেকে পেরে বাজারে নিয়ে বিক্ক্রিয় করে টাকা হাতে নিতে পারবে।

1000002790.jpg

Uploading image #2...

1000002789.jpg