সময়ের অপেক্ষা
গ্রামে অবস্থান করার পর থেকেই, প্রতিনিয়তই চেষ্টা করছিলাম উঠতি বয়সী তরুণ ছেলেদের সঙ্গে চলাফেরা করার জন্য। কেননা চোখের সামনে দেখছিলাম ছেলেগুলো বিপথে যাচ্ছিল, মাদক সেবনে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। তাই প্রতিনিয়ত সুপরামর্শ দেওয়ার জন্যই, তাদের সঙ্গে ঘোরাঘুরি ও মেলামেশা করেছিলাম।
মাঝে কিছুদিনের জন্য অনেকটা ভালো ফলাফল পেয়েছিলাম, ছেলেগুলো অনেকাংশেই নিজেদের পরিবর্তন করে ফেলেছিল। খেলাধুলা কিংবা সামাজিক কর্মকান্ডে তারা নিজেদের নিমজ্জিত করেছিল।
এখন আপনি বলতে পারেন, আমি কেন নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিলাম, এ কথার সহজ উত্তর হচ্ছে, বিষয়টা মানবিক ও সামাজিক। তাই প্রচেষ্টা চলমান ছিল মানবাধিকার কর্মী হিসেবে।
তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর, কুচক্রী মহল বলির পাঁঠা বানাতে ধরেছিল । তারপরেও কোন আফসোস নেই, তবে কিছুটা তো অভিমান জমাট বেঁধেছে। ভাবতেই অবাক লাগছে, শুধুমাত্র সুপরামর্শ দেওয়ার জন্য কত রকম মতামত শুনতে হল।
একটা সত্যি কথা বলি, সমাজের হায়েনারা চায় না কোন অবস্থাতেই সমাজটার পরিবর্তন হোক, তাই হয়তো মাদকের মতো ভয়ানক বিষয়কে তারা প্রতিনিয়ত প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে সমাজটাকে বিষিয়ে তুলছে ।
আজ যে বিষয়গুলো মুখোশধারী মানুষেরা দেখে পাশ কাটিয়ে যাচ্ছে, হয়তো একদিন দেখবেন এই পাশ কাটানোর জালেই তাদেরকে পড়তে হবে।
শুধুমাত্র সময়ের অপেক্ষা, তার বাইরে আর কিছুই না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ডগুলো অনেক ভালো। এ কাজগুলো করতে খুবই সাহসিকতার প্রয়োজন হয়। আপনি সৎ সাহস নিয়ে এগিয়ে যান। প্রথমদিকে হয়তো আপনার সমালোচক বেড়ে যাবে, কিন্তু সৎ পথে থাকলে আপনি অবশ্যই একদিন প্রশংসা পাবেন। ধন্যবাদ।
দেখি কি হয় সামনে ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের সমাজে এমন এক কুচক্রী মহল রয়েছে যারা মাদকদ্রব্য বিক্রি করে তরুণ ছেলে মেয়েদেরকে। তারা কি চাইবে মাদক সেবনকারী বন্ধ হয়ে যাক ভালো হয়ে যাক কখনো চাইবে না। কারণ মাদক সেবন না করলে তারা যে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেনা। আমাদের সমাজে যারা মাতব্বর তারা খারাপ বেশি। হয়তো আপনি বা আমার মত গুটি কয়েকজন তাদের ভালো চাইলে পিছনে তারা তাড়া দেবে। ভালো লেগেছে আপনার গঠনমূলক লেখাগুলো পড়ে।
বাস্তবতা বড্ড কঠিন ও নিষ্ঠুর আপু। ধন্যবাদ বিষয়টি বোঝার জন্য।