আমাদের সমাজে এমন এক কুচক্রী মহল রয়েছে যারা মাদকদ্রব্য বিক্রি করে তরুণ ছেলে মেয়েদেরকে। তারা কি চাইবে মাদক সেবনকারী বন্ধ হয়ে যাক ভালো হয়ে যাক কখনো চাইবে না। কারণ মাদক সেবন না করলে তারা যে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেনা। আমাদের সমাজে যারা মাতব্বর তারা খারাপ বেশি। হয়তো আপনি বা আমার মত গুটি কয়েকজন তাদের ভালো চাইলে পিছনে তারা তাড়া দেবে। ভালো লেগেছে আপনার গঠনমূলক লেখাগুলো পড়ে।
বাস্তবতা বড্ড কঠিন ও নিষ্ঠুর আপু। ধন্যবাদ বিষয়টি বোঝার জন্য।