পুরনো কথা
জীবনে কখনো পয়সার অভাব বোধ করিনি, কোন না কোনভাবে ব্যবস্থা হয়ে গিয়েছে। তবে যা ব্যবস্থা হয়নি, তা হচ্ছে যত্ন ভালোবাসা কিংবা আন্তরিকতা। এসবের জন্য বড্ড কথা শুনতে হয়েছে হোক সেটা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নতুবা পারিপার্শ্বিক অবস্থা থেকে।
কিছু দূরত্ব ছোট থেকে দেখেই একদম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, মূলত পরিবার কেন্দ্রিক। সেই অভিমানের ছাপ গুলো পুরো জীবনে এমন ভাবে লেগে গিয়েছিল, যা থেকে আর বের হতে পারিনি। হয়তো এখন আর অভিমান নেই, তবে দগদগে ক্ষতের দাগ গুলো রয়ে গিয়েছে।
অর্থের ক্ষুধা না ভোগালেও ভালোবাসার ক্ষুধার কাঙ্গাল ছিলাম। তাই নিবিড় ভাবে যেখানেই ভালোবাসা যত্ন খাতির পেয়েছি সেখানেই আঠার মতো আটকে গিয়েছি।
পুরনো কথাগুলো আনন্দের দিনে বেশ ভাবাচ্ছে, বিগত দিনে যতটুকুই ভালোবাসা পেয়েছি সেগুলোকে বোনাস হিসেবে প্রাপ্তির তালিকায় রেখেছি। তবে বর্তমানে এসে অহেতুক ভালোবাসা সাদৃশ্য বিষয় দেখলে বড্ড এড়িয়ে যাই। মনে হয়, সেই ভালোবাসায় স্বার্থ বিরাজমান।
জীবনে সবার যে সবকিছু থাকবে, এমনটা ভাবা ভুল। কারো হয়তো না থেকেও বহু আফসোস কিংবা কারো থেকেও কোন আফসোস নেই। পারিবারিক দূরত্ব না থাকলে হয়তো জীবনটা আরো গোছানো হতে পারতো।
থাক সেইসব পুরনো কথা , এইতো সব মিলিয়ে ভালো আছি । হয়তো প্রত্যাশা প্রাপ্তি কমিয়ে ফেলেছি এজন্য।
যারা আমার জীবনের সঙ্গে কিঞ্চিৎ পরিমাণ হলেও জড়িয়ে ছিলেন, তাদের সকলের কাছে কূর্ণিশ জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ঈদ শুভেচ্ছা জানালাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব আনন্দের দিনে বা কখনো পরিপূর্ণতার দিনে যখন সবকিছুই আনন্দের স্রোতে ভেসে যায় জানিনা কেন প্রতিটা মানুষেরই হয়তো না পাওয়া বা লড়াইয়ের দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমার বাবা-মার ক্ষেত্রেও দেখেছি। আজ আপনার ব্লগ পড়ে আপনার মধ্যেও দেখলাম।
তবুও বলবো অতীত যা কিছু তা আমাদের শুধুমাত্র শিক্ষনীয় অধ্যায়। ভবিষ্যতের জন্য এগিয়ে যান আর বর্তমানটাকে মন প্রাণ দিয়ে বেঁচে নিন। আপনি এবং আপনার পরিবারসহ সকলেই আমার তরফ থেকে পবিত্র খুশির ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা জানবেন।
আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রইল। আনন্দে থাকুন।