খুব আনন্দের দিনে বা কখনো পরিপূর্ণতার দিনে যখন সবকিছুই আনন্দের স্রোতে ভেসে যায় জানিনা কেন প্রতিটা মানুষেরই হয়তো না পাওয়া বা লড়াইয়ের দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমার বাবা-মার ক্ষেত্রেও দেখেছি। আজ আপনার ব্লগ পড়ে আপনার মধ্যেও দেখলাম।
তবুও বলবো অতীত যা কিছু তা আমাদের শুধুমাত্র শিক্ষনীয় অধ্যায়। ভবিষ্যতের জন্য এগিয়ে যান আর বর্তমানটাকে মন প্রাণ দিয়ে বেঁচে নিন। আপনি এবং আপনার পরিবারসহ সকলেই আমার তরফ থেকে পবিত্র খুশির ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা জানবেন।
আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রইল। আনন্দে থাকুন।