ভিন্নভাবে দিন শুরু
অনেকটা দিন পরে আজ একটু ভিন্নভাবে সকালটা শুরু হলো। যদিও এর পিছনে কিছু কারণ আছে, যেহেতু গতরাতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে মুঠোফোনে তেমন একটা চার্জ ছিল না, তাই বাধ্য হয়ে বিছানায় এদিক সেদিক করতে গিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছি, তা আর বুঝে উঠতে পারিনি।
এমনিতেই শীতল পরিবেশ, তার ভিতরে ক্রমাগত টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ, এই মৃদু শব্দে ঘুমটাও বেশ গাঢ় হয়েছে। যেহেতু গতরাতে জানালা কিছুটা খোলা ছিল, তাই ভোরবেলার দিকে বারবার হালকা বাতাসে পর্দা সরে যাচ্ছিল আর চোখে সরাসরি আলো আসছিল। ঘুমকাতুরে চোখে জানালাটা ঠিক মতো লাগাতে যাবো, তখনই পাশে থাকা বাবু এবং গিন্নিকে দেখছিলাম, ওরা খুব আরামে ঘুমাচ্ছে ।
যাইহোক একদম নিঃশব্দে উঠে গিয়ে, কম্পিউটার টেবিলের ড্রয়ার থেকে একটা বই বের করে নিয়ে আসলাম। একদম ভোরবেলায় তেমন একটা বই পড়া হয় না। যেহেতু আজ সুযোগ পেয়েছি, তাই অনায়াসে যদি কয়েকটা পৃষ্ঠা নিরিবিলি পড়ে ফেলতে পারি, তাহলে খুব একটা মন্দ হয় না।
অতঃপর পরিকল্পনা মোতাবেক কাজ শুরু। মৃদু ঠান্ডা বাতাস জানালা দিয়ে আসছিল আর নিরিবিলি কিছুটা সময় নিজের মতো করে বই পড়ে গেলাম।
বইয়ের নাম টাইম ম্যানেজমেন্ট বাংলায় যার অর্থ সময় ব্যবস্থাপনা। বিদেশি লেখকের বই, তবে আমি যেটা পড়ছি সেটা বাংলায় অনুবাদ করা। জীবনে সময় জ্ঞান সম্পর্কে দারুণভাবে বিশ্লেষণ করা আছে বইটাতে।
জীবনে জ্ঞান অর্জনের জন্য খুব বেশি যে বই পড়তে হয়, ব্যাপারটা তেমন না। বেছে বেছে প্রতিনিয়ত মানসম্পন্ন বইগুলো পড়লেই যথেষ্ট। আর সেই আহরিত জ্ঞান বা শিক্ষা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, তাহলে তো কোন কথাই নেই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমতো যেটা বলবো টিনের চালে বৃষ্টির শব্দ শুনে ঘুমানোর মত মজা আর হতে পারে না। দ্বিতীয়তো রাতে বৃষ্টি হলে সকালটা অনেক সুন্দর থাকে। তখন সব কিছু ভালো লাগে।
ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পেরে সুন্দর মন্তব্য করার জন্য।
আমি সকালে ৫টায় উঠে এক কাপ গ্রিন টির সঙ্গে দিন শুরু করি। এই ছোট পরিবর্তন আমাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলেছে।গবেষণায় দেখা গেছে, সকালে সূর্যের আলো গায়ে লাগানো ভিটামিন ডি বাড়ায় এবং মুড ফ্রেশ করে। দিনের শুরুটা প্রকৃতির সঙ্গে কাটালে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আপনি চমৎকার একটি কথা বলেছেন আসলে বই পড়ে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করলেই আমাদের জীবনের স্বার্থকতা। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ নিজের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করার জন্য। তাছাড়া আমার অনুভূতি বুঝতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা যতক্ষণ মোবাইল ফোন কিনবা ল্যাপটপ থেকে দূরে থাকি ততক্ষণ সময়টা অন্যভাবেই কাটে। বৃষ্টি মানে অন্যরকমের অনুভূতি। বৃষ্টির পর শীতল হাওয়ায় ভালো লাগার কাজগুলো তখন করতে অনেক বেশি ভালো লাগে। ভাইয়া আপনি বই পড়তে পছন্দ করেন আমরা সকলেই জানি। সময় টা দারুন কেটেছে বুঝতেই পারছি ভাইয়া।
এটা সত্য, সময়টা সেদিন আসলেই দারুণ কেটেছিল।