আমরা যতক্ষণ মোবাইল ফোন কিনবা ল্যাপটপ থেকে দূরে থাকি ততক্ষণ সময়টা অন্যভাবেই কাটে। বৃষ্টি মানে অন্যরকমের অনুভূতি। বৃষ্টির পর শীতল হাওয়ায় ভালো লাগার কাজগুলো তখন করতে অনেক বেশি ভালো লাগে। ভাইয়া আপনি বই পড়তে পছন্দ করেন আমরা সকলেই জানি। সময় টা দারুন কেটেছে বুঝতেই পারছি ভাইয়া।
এটা সত্য, সময়টা সেদিন আসলেই দারুণ কেটেছিল।