খচখচ
পৃথিবীতে আর যাইহোক নিজের সমস্যা মুখ ফুটে বলতে নেই। কেননা সবার সমস্যার কাছে, আমার সমস্যা বড্ড ঠুনকো।
যা দিয়ে কর্ম করে খাই, হঠাৎই সেইসব ডিভাইস গুলো চোখের সামনে একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, হোক সেটা ল্যাপটপ নতুবা মুঠোফোন।
তারপরেও সত্যটা কি জানেন, এই ডিভাইস গুলো দিয়েই রুজি-রোজগারের ব্যবস্থা হয়।
বড্ড খচখচ করছে ভিতরটা।
ল্যাপটপ কোনরকমে চলছে, বিগত সময় বাবু ল্যাপটপের উপরে কফি ফেলে দিয়েছিল যার কারণে ল্যাপটপের কিবোর্ড আর টাচ প্যাড কাজ করে না। তারপরেও কষ্ট করে কাজ চালিয়ে নিচ্ছিলাম।
তবে বেশি সমস্যা হয়েছে গতকাল রাত থেকে, হঠাৎই শখের মোবাইল ফোনটার ডিসপ্লেতে গ্রীন লাইন পড়েছে। যার কারণে ঠিকমতো কাজ করতে পারছি না এবং চোখে গ্রীন লাইন বারবার পড়ছে, যা দেখতে ভীষণ খারাপ লাগছে।
সব মিলিয়ে সময়টা পক্ষে যাচ্ছে না, এখন নতুন মোবাইল বা ল্যাপটপ কিনতে গেলেও, অনেকগুলো পয়সা খরচা হয়ে যাবে, যদিও হাতে পয়সা নেই, তারপরেও হয়তো প্রয়োজনের তাগিদে লোন করে হলেও, নিজের সমস্যার সমাধান করতে হবে।
যেহেতু ইন্টারনেট থেকে কাজ করেই পয়সা আসে, তাই এখানে অন্য কিছু বিবেচনা করার আর সময় নেই, নিজের জন্য নতুন ডিভাইস কিনতে হবে, এটাই মুখ্য বিষয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গত বছর আমার স্যামসাং নোট টোয়েন্টি আল্ট্রা ফাইভ জি মোবাইলেও গ্রীণ লাইন পড়েছিল ভাই। হঠাৎ করে ডিসপ্লে তে গ্রীণ লাইন দেখে মেজাজটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। কারণ মোবাইলটা আমার খুব শখের ছিলো। তারপর থেকে প্রায় ৮ মাস ধরে স্যামসাং এস ২৪ আল্ট্রা মোবাইল ইউজ করছি। এই মোবাইলটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। যাইহোক আপনার মোবাইলেও গ্রীণ লাইন পড়েছে,ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো ভাই। ভালোভাবে দেখেশুনে একটা মোবাইল নিবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।
হ্যাঁ ভাই, এবার ইচ্ছা হচ্ছে একটা দেখে শুনে ভালো মোবাইল কেনার।