গত বছর আমার স্যামসাং নোট টোয়েন্টি আল্ট্রা ফাইভ জি মোবাইলেও গ্রীণ লাইন পড়েছিল ভাই। হঠাৎ করে ডিসপ্লে তে গ্রীণ লাইন দেখে মেজাজটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। কারণ মোবাইলটা আমার খুব শখের ছিলো। তারপর থেকে প্রায় ৮ মাস ধরে স্যামসাং এস ২৪ আল্ট্রা মোবাইল ইউজ করছি। এই মোবাইলটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। যাইহোক আপনার মোবাইলেও গ্রীণ লাইন পড়েছে,ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো ভাই। ভালোভাবে দেখেশুনে একটা মোবাইল নিবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।
হ্যাঁ ভাই, এবার ইচ্ছা হচ্ছে একটা দেখে শুনে ভালো মোবাইল কেনার।