The DairyGame//03-02-2022// 30% benefit @ hive138339

in #thediarygame3 years ago

আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দিনের কার্যক্রম আপনাদের সাথে ডাইরি আকারে শেয়ার করছি।

সকালঃ

IMG_20220203_173003_546.webp

সকালে ঘুম থেকে উঠলাম 8 টায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমার কোচিং অনলাইন ক্লাস হচ্ছে। অনলাইন ক্লাস শেষ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করলাম।

দুপুরঃ

IMG-20220203-WA0011-01.jpeg

গোসল করে দুপুরের খাওয়া-দাওয়া করলাম। দুইটার দিকে আরেকটি ক্লাস ছিল সেটি শেষ করলাম। তারপর এডমিশন কোচিং এর কিছু প্রশ্ন শেষ করলাম। তারপর সাড়ে তিনটার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম।

বিকালঃ

IMG_20220203_174914_252.webp

বিকেলে বন্ধু ফোনে ঘুম ভেঙ্গে গেল। সে ঢাকা জাতীয় উদ্যানে(বোটানিক্যাল গার্ডেন ) ঘুরতে যাওয়ার কথা বলল।ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। সেখানেই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছয়টা পর্যন্ত।
রাতঃ

IMG_20220130_175627.jpg

বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম বড় ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন আপনাদের সাথে ডাইরি শেয়ার করছি।
আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।