The Dairy Game /25-01-2022// 30% benefit set to @hive-138339

in #thediarygame3 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সবার দিন কেমন কাটলো। আমার দিনটিও ভালো ভাবে কেটে গেল।আমার গত দিনের কার্যক্রম ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক।

সকালঃ🌞
সকল বেলা ঘুম থেকে উঠে গেলাম। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল কারণ রাত জেগে সবার সাথে গেম খেলেছিলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর পড়তে বসলাম।২-৩পড়লাম।পড়া শেষ করে হালকা নাস্তা করে নিলাম। এভাবে সকাল কেটে গেলো।

IMG-20220125-WA0002.jpg

দুপুরঃ

IMG_20190605_135343.jpg

দুপুর ১২টার দিকে গোসল দিতে গেলাম। গোসল দিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ৪টায় প্রাইভেট ছিল ৩টায় ঘুম থেকে উঠলাম।
বিকালঃ
সারা বিকাল প্রাইভেটে ছিলাম। ছুটি হলো ৬টায়।

রাতঃ

PXL_20220125_164320476.PORTRAIT-01.jpeg

সন্ধ্যায় বাসায় এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বের হলাম।বন্ধুদের সাথে চা খেলাম আড্ডা দিলাম।এখানে একটা বড় রাস্তা আছে সেখানে হাটাহাটি করলাম। হাটতে গিয়ে কিছু ছবি ও তুললাম।
আসা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।

Sort:  

সুন্দর ছিল আপনার দিনটি ভাই। আপনি কি গেম খেলাম? কদম ফুলের ছবি টা দেখে ভালো লাগলও।