1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 21/08/2020 Friday
আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন।
আজকের দি ডাইরির গেমের ষষ্ঠ দিন।
আজকে ঘুম থেকে উঠলাম দশটায়।
উঠতেই দেখি আমার একটি ভাগ্না এসেছে আমাকে ডাকতে খেলার জন্য,
পরে তাকে দিয়ে একটু মাথা টিপালাম।
তারপর ব্রাশ করে গেলাম বাইরে,
চিন্তা করলাম যে গতকাল পোস্টটা দেওয়া হয় নাই তাই আবার বাড়িতে ফেরত আসলাম পোস্ট দেওয়ার জন্য।
বাড়িতে এসে নাস্তা খেয়ে পোস্ট দিতে বসলাম
গতকালের ব্লগ টা লিখলাম।
তারপর পোস্ট দিলাম।
পোস্ট দেয়া শেষে গেলাম খেলতে।
আজকে বাইরে যায়নি তাই ছবি তোলা হয়নি
কয়েকটা ছবি আছে আগের তুলেছিলাম সেগুলো পোস্ট দিচ্ছি।
তো গেলাম মাঠে ক্রিকেট খেলতে
যে দেখি খেলা শুরু করে ফেলেছে তবে আমাকে তাদের টেনে নিয়েছে।
তারপর খেলতে খেলতে নামার সময় আসলে ব্যাটিংয়ে,
ব্যাটিং করলাম 6 বল
তারমধ্যে 5 টা 6 মারলাম।
খেলতে খেলতে আজান দিল আজকে যেহেতু শুক্রবার তাই নামাজ পড়তে যাওয়ার জন্য বাসায় ফিরে আসলাম।
বাসায় এসে গোসল করলাম,
গোসল করে জামা পরে মসজিদে পথে রওনা হলাম
মসজিদে গিয়ে নামাজ শেষে বাড়ি ফিরলাম।
বাড়ি ফেরার পথে একটি ছোট ভাইয়ের সাথে দেখা হল।
সেও নাকি নতুন ওয়াইফাই নিবে সে বিষয়ে আমার সাথে আলোচনা করতে লাগলো।
কোনটা নিলে ভালো হবে সে ডিসিশন নিতে বলল
যাকে বেশ কয়েকটা আবার ফায়ার কোম্পানির নাম বললাম।
তারপর সে চিন্তা ভাবনা করে জানাবে বলে বাসায় গেল আমি বাসায় ফেরত আসলাম।
বাসায় এসে খাবার খাওয়ার প্রস্তুতি নিলাম
রান্না হয়েছিল ভাত আর গরুর মাংস যেটা আমার ফেভরেট।
খাওয়া দাওয়া করলাম।
খাওয়া-দাওয়া শেষ একটু গেম খেলতে বসলাম,
গেম খেললাম সাড়ে চারটা পর্যন্ত।
পরে গেম শেষে এক ছোট ভাইকে ফোন দিলাম, কেরাম বোর্ড খেলার জন্য আসতে বললাম,
ওপরে আরেক বড় ভাইকে ফোন দিলাম কেরাম বোর্ড খেলার জন্য আসতে বললাম।
সেও আসলো।
তারপর সবাই মিলে খেলা শুরু করলাম।
খেলতে খেলতে সন্ধ্যা হলো বাসায় ফেরত আসলাম
বাসায় ফেরত এসে আম্মু নাস্তা দিলেও রুটি আর গরুর মাংস।
নাস্তাটা খুব সুন্দর ছিল,
নাস্তা শেষে আবারও গেম নিয়ে বসলাম গেম খেলার জন্য গেম খেললাম 9 টা পর্যন্ত।
তারপর গেম খেলা শেষে আমার ভাগ্নের সাথে খেলতে লাগলাম।
তার সাথে খেলতে খেলতে বাজলো 10:30,
খাওয়া করতে গেলাম
খাওয়া করে ব্লক টি লিখতে বসলাম এন্ড লিখা শেষে পোস্ট করলাম।
এন্ড নাউ ঘুমাতে যাচ্ছি।
ভাই ইংরেজি শব্দ বাংলায় লিখেছেন অনেক জায়গায়৷ এভাবে পোস্ট না লিখে পারলে ইংরেজিতেই সম্পূর্ণ পোস্ট লিখার চেষ্টা করুন।
ভাই।।
এইটার জন্য আমি দুঃখিত
পরের বার থেকে আর হবে না।
ইন সাহ আল্লাহ।
আর বাংলায় লিখা যাবে না?
ইংরেজিতেই লিখতে হবে কি?