1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 19/08/2020 Late morning

in #thediarygame4 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো আছে আমার চতুর্থ দিন দি ডাইরি গেমে।
আজ আমি উঠিয়ে সকাল 11 টায়।
আজকে একটু উঠতে হয়ে গেছিল,
ঘুম থেকে উঠে দোকান যাওয়ার চিন্তা-ভাবনা করছিলাম কিন্তু এগারোটার সময় নাস্তা খেতে গোসল করতে বারোটা বাজে দেবে তাই গেলাম না।
তারপর স্টুডেন্ট দুইটার দিক পড়তো তাকে বারোটায় ডাকতে পাঠালাম।
এরমধ্যে আমি গোসল খাওয়া-দাওয়া সেরে ফেললাম।
তারপর স্টুডেন্ট কে পড়াতে পড়াতে বাজলো 1.30 পিএম।
তারপর আম্মু খেতে ডাকলো ভাত খেতে বসলাম
দুপুর 12 টায় নাস্তা করার পর দেড়টার দিকে ভাত খাওয়ার রুচি হয় ?
অল্প খেলাম খেয়ে রেডি হলাম দোকানে যাওয়ার জন্য।
রাস্তায় বের হলে রিক্সা খুঁজতে দেখি একটি রিক্সা আসতাছে।

IMG20200819141217.jpg

তারপর চোরে চলে গেলাম দোকানে।

IMG20200819141054.jpg

রাস্তায় প্রচন্ড রোদ খুবই গরম আবহাওয়া।
রাস্তায় তেমন ভিড় নাই।

IMG20200819141324.jpg

দোকানে গিয়ে বসলাম এবং সেখানে সময় কাটাতে লাগলাম বেশ কয়েকটা কাস্টমার আসলো ফোন কিনলো ফোন বিক্রি করলাম, তারপর বসে থাকতে থাকতে 5:30 বাজলো।

IMG20200819170541.jpg

এখন আমার খিদে লেগেছে আমাকে বাসা যাইতে হবে এজন্য বাসায় কল দিলাম আমার চাচাকে দোকানে দোকানে আসতে বলার জন্য
আমার চাচার দোকানে আসলে আমি বাসার জন্য রওনা দিলাম
তারপর আমি বিকাল চারটার দিক বাড়ির পথে রওনা হলাম.

IMG20200819141006.jpg

বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম আজকে আম্মু মাংসের তরকারি দিয়েছিল খাওয়ার জন্য
খাওয়া টা খুব সুন্দর হয়েছিল।
তারপর একটু রেস্ট করি রেস্ট করে বাইরে আসি
বাইরে এসে একটি সুন্দর ঠান্ডা জায়গায় অবস্থান নেই। তারপর আমার একটা ছোট ভাইকে ফোন দেই সে আমার কাছে আসে।
তারপর তাকে আমি এই ডাইরি গেম সম্পর্কে বলি
তারপর দেখি সে এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী হল
তারপর আমাদের জন্য আলোচনা করতে লাগলাম কিভাবে কি করা যায়।
তারপর বাসায় গেলাম সন্ধ্যা সাতটায় বাসায় যেয়ে একটু নাস্তা করলাম। নাস্তা করে গেম খেলতে বসলাম গেম খেললাম দেড় ঘন্টা,
তারপর একটি বই নিয়ে বসলাম এবং বই পড়া শুরু করলাম দশটা পর্যন্ত।
বই পড়া শেষে রাতের খাবার খেতে বসলাম, বিছানার মধ্যে মোবাইল নিয়ে একটু ইউটিউব চালাই।
তারপর শেষমেষ ঘুমানোর প্রস্তুতি।

IMG20200814172255.jpg