1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 16/08/2020 busy day
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার ডাইরি গেমের প্রথম দিন এবং আমাকে এই গেমে নিয়ে এসেছে আমার ভাই @biplopabedin
প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে উঠে টয়লেট যাই টয়লেট থেকে বের হয়ে গোসল করি
তারপর ব্রাশ করি এবং পানির জগ পানি নিয়ে নাস্তা খেতে বসি নাস্তা খাওয়া শেষ করে একটু রেস্ট করি
তারপর আমি আমার কাজে যাই সেখানে আমার কাজ শুরু করি।
আমার আমার দুলাভাইয়ের মোবাইল দোকান আছে
সেখানে আমার কাজ।
আমি যাওয়ার পর ছয়টা থেকে সাতটা মোবাইল বিক্রি করবে কি হলো।
তার বসে থাকতে থাকতে আমার দুপুরে খাওয়ার সময় হয়ে গেল।
তারপর আমি বিকাল চারটার দিক বাড়ির পথে রওনা হলাম.
বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম আজকে আম্মু মাছের তরকারি দিয়েছিল খাওয়ার জন্য
খাওয়া টা খুব সুন্দর হয়েছিল
তারপর একটু রেস্ট করি রেস্ট করে বাইরে আসি
বাইরে এসে একটি সুন্দর ঠান্ডা জায়গায় অবস্থান নেই
তারপর আমার একটা ছোট ভাইকে ফোন দেই সে আমার কাছে আসে
তারপর তাকে আমি এই ডাইরি গেম সম্পর্কে বলি
হয়ে গেল এবং এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী হল
তারপর আমাদের জন্য আলোচনা করতে লাগলাম কিভাবে কি করা যায়
কথা বলতে বলতে পুকুর পাড়ে গেলাম
তার পর আবার ফেরত আসি।
আসে দেখি ছোট বাচ্চারা খেলতেসে। তাদের সাথে কিছু খন কথা বলি
তারপর বাসায় গেলাম সন্ধ্যা সাতটায় বাসায় যেয়ে একটু নাস্তা করলাম নাস্তা করে গেম খেলতে বসলাম গেম খেললাম দেড় ঘন্টা
তারপর লোডসেডিং হলো তাই বাইরে আসলাম
বাইরে আসে দেখি
আকাশ ভরা তারা,
তারপর একটি বই নিয়ে বসলাম এবং বই পড়া শুরু করলাম দশটা পর্যন্ত
বই পড়া শেষে রাতের খাবার খেতে বসলাম পিঠা বিছানার মধ্যে মোবাইল নিয়ে একটু ইউটিউব চালাই
তারপর শেষমেষ ঘুমাতে আসলাম
Please follow the rules and guideline from steemit blog
1000 DAYS OF STEEM : Day 14 - The Diary Game Season 2 - FINAL Rules & Guidelines
The mistakes in your post are:
Write a minimum of 300 words. You wrote 263 words. Will try to write more next time.