1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 02/09/2020 busy day

in #thediarygame4 years ago

আসসালামুআলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
তো আবার দি ডাইরি গেম সিরিজ শুরু হলো।

নিয়ে এলাম আমার সারাদিনের ডাইরি।

আমি ব্যস্ত থাকায় গতকাল পোস্ট দিতে পারি নাই
সে পোস্ট আজকে দিচ্ছি।
সকালে ঘুম থেকে উঠি দশটায়
উঠে দেখি স্টুডেন্ট পাশে।
তাকে পড়ানো শুরু করি।
তাকে সব সাবজেক্ট পড়ায়।
পড়ানো শেষে গোসুল করি গোসুল করে নাস্তা খাই।
আসলে নাস্তা না তখন তো দুপুরের খাবার খাওয়ার সময়।
আমি ভাত খেয়েছিলাম।
ভাত খেয়ে নিলাম রিকশা নিয়ে চলে গেলাম দোকানের উদ্দেশ্য।

IMG20200823150330.jpg

দোকানে পৌঁছাতেই সবাই সবার কাজ করতেছে।
আমি যাই হোক ক্যাসে বসলাম।
IMG20200901150350.jpg

IMG20200901150412_01.jpg

কাস্টমার আসছিল এবং এবং তাদের কাছে বিক্রয়কর্মীরা মোবাইল বিক্রি করতে থাকলো
এভাবে সেখানে সময় কাটাতে শুরু করি।
অবশেষে পাঁচটা বাজে, আমাকে শেখানোর ভালো লাগছিল না।
বাসা ফেরত আসে বাসায় ফেরত আসে একটু খাওয়া দাওয়া করি।
খাওয়া-দাওয়া করে বাইরে যাই ঘুরতে।
মাঠে যেয়ে দেখি সবাই বাচ্চারা কাবাডি খেলতাছে।
IMG20200822182231.jpg

তাদের খেলা দেখতে থাকি।
তারা খুব সুন্দর হবে খেলছিল।
খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।
তাদের খেলা উপভোগ করতে লাগলাম।
তারা খেলতে খেলতে একসময় মারামারি লাগাই দিল।
তাদের মারামারি থামালাম।
পর যখন মাগরিবের আজান হলো সবাই খেলা বন্ধ করলো এবং সবাই বাসার পথে রওয়ানা হল।
আমিও বাসায় ফেরত আসলাম।
আমাকে নাস্তা আনতে বলল বাজার থেকে নাস্তা নিয়ে আসলাম।
মোগলাই নাস্তা করলাম।
তারপর আমার এক ভাই ডাক দিল।
তার সাথে দেখা করতে গেলাম।
সে নাকি আজকে চলে যাবে ঢাকা।
কারণ তার ভার্সিটি চালু হবে।
আর টিউশন ছিল।
বেশ করে টিউশন এর জন্য যাওয়া।
তার সাথে কিছু মুহুর্ত অতিবাহিত করি।
তার সাথে দীর্ঘ ছয় মাস ধরে একসাথে ঘুরা খাওয়া-দাওয়া খেলা সব করেছি।
এখন কে হঠাৎ করে ঢাকা চলে যাচ্ছে তাই কষ্ট তো হবেই।
তবে সে ভাসে তার একটা বড় ভাই যাচ্ছে ঢাকা একসাথেই।
রবিবারে হয়তো চলে আসবে 10 তারিখে তার জন্য কষ্ট কম হচ্ছে।
তারপর তার সাথে কথা বলতে বলতে সময় হয়ে গেল তাকে বিদায় দেওয়ার।
এখন বাজে 8:30 সে গেল মুখ ধুতে ফ্রেশ হল প্যান্ট টি-শার্ট পরল।
এবং ব্যাগ গোছানো ছিল সেটি নিল নিয়ে বের হলাম।
তারপর একটি রিক্সায় চড়াই বিদায় দিলাম।
তারপর বাসায় ফিরে আসলাম বাসায় এসে মোবাইলে গেম স্টার্ট করলাম খেলতে।
কিছুক্ষণ গেম খেলা তারপর 10:30 খেতে বসলাম।
খাওয়া শেষ করে বিছানা করে ঘুমাতে গেলাম।
তো আজকে সারাদিনে ডাইরি কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।