Better Life with steem. The Dairy game, 18/07/2025.Some moments of wandering around a beautiful island.

in #thediarygame11 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রায় এক বছর পর আমি আবার আপনাদের সাথে। কোনো এক সমস্যার কারনে আমি আপনাদের কে সময় দিতে পারি নি। যাইহোক আজকে আমি আপনাদেরকে আমার কাটানো এক সুন্দর দিনের কথা শেয়ার করবো ইনশাআল্লাহ।

1000001624.jpg

আমি জিহাদ,আমি কলেজ এ পডি। আমার কলেজ এর নাম হচ্ছে সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর। আমার আব্বা-আম্মা ঢাকাই চাকরি করে। তাই আমাকে এইখান এই মেস এ থাকতে হয়। এইবার আমি ইন্টার ফাস্ট ইয়ার এ পডি। এখন আমাদের পরিক্ষা চলছে। আর কিছু দিন পরে সেকেন্ড ইয়ার এ চলে জাবো। আজকের দিনটা ছিল পবিত্র শুক্রবার। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পডি। ঘুম থেকে উঠেই আমি আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই।তারপর সকালের নাস্তা শেষ করি।

1000007416.jpg

সকালের খাওয়া দাওয়ার পরে আমি একটু বাইরে বের হই। বাইয়ে কিচ্ছুক্ষন ঘুরাঘুরি করি। তার একটু পরেই আমার এক ভাই ও মামা আমাকে মেসেজ দেই যে তারা জামালপুর আমার বাসায় আসবে বেডানোর জন্য। তো আমি তাদের কে আসার জন্য বললাম। তারা সকাল ১০ টার দিকে আসলো। তো তারপর আমি তাদের সাথে কিছু সময় আড্ডা দেয়। তারপর আমি গোসল করে নেই, কেননা নামাজে যেতে হবে। গোসল শেষ করার পর আস্তে আস্তে আমি নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়।এবং সবাই একসাথে নামাজে যাই।

1000001584.jpg

নামাজ শেষ করার পর আমি পুনরায় বাসায় আসি।বাসায় এসে সবাই একসাথে খাবার খাই এবং কিচ্ছুক্ষণ রেস্ট নেই।তারপর আমার ভাই ও মামা বললো যে তারা নাকি ঘুরতে যাবে। তো আমিও ঘুরতে যেতে রাজি হয়ে জাই। আমরা সবাই মিলে ঘুরতে যাই হলো জামালপুর এর একটি নামকরা যাইগা কলেজ পুকুর পার, অর্থাৎ আশেক মাহমুদ কলেজ পুকুর পাড। সেখানকার পরিবেশ টা ভারি সুন্দর। চারপাশের মনোরোম পরিবেশ যা মন কাড়ার মতো। তখন সময় টা ছিলো বিকাল বেলা। মানুষের ও আনাগুনা ছিলো সেখানে। আর সেখানে একটা চায়ের দোকান ও ছিলো এবং আমার সেখান থেকে চা ও খেয়েছিলাম।

1000001689.jpg

সেখানে বসে ছিলাম কিছুক্ষণ, আর অল্প কিছুক্ষণ পরেই আমারা চলে আসি। সত্যি বলতে মনের প্রশান্তি খুজে পেতে চাইলে,,, এই পুকুর পাড়ে আসতে হবে আপনাকে। আমরা সেখান থেকে ৪ টার দিকে চলে আসি। আর তারপর বাসায় কিছুক্ষণ বিশ্রাম নেই। সন্ধার দিকে আমি চলে যাই ছাদ এ। আমাদের মেস এর ছাদ তাও ভারি সুন্দর। বেশ কয়েক ধরনের ফুল এর গাছ ও ফুল রয়েছে ছাদে।তার মদ্ধে রয়েছে গোলাপ,যেই ফুলটা আমার খুব পছন্দের। আমি কিছুক্ষণ ছাদে বসে ছিলাম।

1000007455.jpg

তারপর রাত হওয়ার আগ মহুর্তে আমি ছাদ থেকে চলে আসি।রুম এ এসে ফ্রেশ হয়ে আমি পডতে বসি। বেশ কিছুক্ষন পডাশোনার পর আমি রাত এর খাবার খেয়ে নেই। এবং রাত এ বেশি লেট না করে আমি ১১ টার দিকেই ঘুমিয়ে পডি। এইবাভেই আমি আমার আজকের সারা দিনের কাজ গুলো শেষ করেছি।
আপনাদের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমি অনেক দিন পরে আবার আপনাদের মাঝে।তো কোনো ভুল হলে অবশ্যই সেটি উল্লেখ করবেন এবং আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।