লক্ষ্যকে অতিক্রম করে যেও না।

বিজয়ের পরে কোথায় থামতে হবে তা স্থির করে নিও। জয়ের মুহূর্তটাই কখনো কখনো আসন্ন সবচেয়ে বড় বিপদের মুহূর্ত। বিজয়ের উত্তাপে, দাম্ভিকতা আর অতি আত্মবিশ্বাস তোমাকে লক্ষ্য ছাড়িয়ে আরো দূরে ঠেলে দিতে পারে, আর একবার বেশি দূরে চলে গেলে, তুমি যত শত্রুকে পরাজিত করেছ শত্রুসংখ্যা তার চেয়ে বেড়ে যায়। সুচিন্তিত পরিকল্পনা আর কর্মকৌশলের কোনো বিকল্প নেই। একটা নিশানা রাখো, আর যখন সেটা যখন ছুঁয়ে ফেলবে, তখন থেমে যাও।
#mehedionion #the48lawsofpower #robertgreene

dart-board-with-word-target-it.jpg