গরম পড়েছে ; ওদেরও খেয়াল নিন

in #summer2 years ago

images (59).jpeg
গরম বাড়ছে আর এই বাড়তি গরমে বঙ্গবাসীরা নাজেহাল। দিনদিন বাড়ছে তাপমাত্রার পারদ। কিন্তু ভেবে দেখেছেন কি এই গরমে মানুষের পাশাপাশি ওরাও কিন্তু কষ্ট পাচ্ছে! হ্যা ঠিকই বুঝেছেন, ওরা মানে আমাদের চারপাশে থাকা কুকুর, বিড়াল বা পাখিরা। গরমে তাদেরও হাঁসফাঁস অবস্থা। তাদের একটু উপকার করতে তাদের জন্য বাড়ির বাইরে কোনো ঠান্ডা জায়গায় রেখেদিন কোনো পাত্রে একটু ঠান্ডা জল এবং পাখিদের জন্য অল্প ধান বা ছোলা। আরেকটু করতে চাইলে ফাঁকা তবে ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা জল ভরে দিন, পাখিরা তাদের গা ভিজিয়ে পাবে তৃপ্তি। সবসময় পথে ঘাটে রাস্তায় বেরোলে সাথে রাখুন পান করার জল, মানুষ হোক বা পশুপাখি কার কখন কাজে লাগবে কে জানে?!

ভালো লাগলে আমার লেখাটিকে লাইক করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন 🙏ধন্যবাদ

Sort:  
Loading...