IELTS – কি এবং কিভাবে করবেন?

in #study7 years ago

IELTS কি?

ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন এবং দক্ষতা পরিমাপের জন্য IELTS সর্বাধিক জনপ্রিয় । এক কথায় এটি ইংরেজিতে জ্ঞান নির্ণয়ের পরীক্ষা । IELTS কে অনেকেই অলস এবং প্রয়োজনহীন একটি পরীক্ষা বলে থাকেন । কারণ এটি TOEFL এর মতোই একটি পরীক্ষা কিন্তু বিষয়বস্তু ইংরেজি । আগে আমেরিকা কিংবা কানাডায় যেতে হলে TOEFL টেস্টের প্রয়োজন হত । আর IELTS প্রয়োজন হয় ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং ইউরোপের বিভিন্ন দেশে যেতে । কিন্তু পরিস্থিতি এখন অনেক বদলে গেছে এবং বিশেষ করে আমেরিকা এবং কানাডায় IELTS এর অনেক চাহিদা ।

আমি বলছি না TOEFL এর গুরুত্ব কম । তবে আপনি যদি বাইরের দেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়তে যেতে চান তবে আমি বলব সেইক্ষেত্রে IELTS সবচেয়ে বেশি দরকারী । IELTS একটি সার্টিফিকেট স্কোর যার অর্থ আপনি ইংরেজি ভাষাভাষি দেশে পড়তে যেয়ে লেকচার শুনে বুঝতে পারছেন কিনা, নোট দেখে পড়তে পারছেন কিনা এবং তা গুছিয়ে লিখতে পারা, এসব বিষয় ওইসব দেশে যাওয়ার আগেই যাচাই করে দেখা । আমাদের সবারই উচিৎ IELTS পরীক্ষাটি দক্ষতার সাথে দেয়া আর সেটা আমাদের নিজের ভালোর জন্যই । আপনার যদি একটি ভালো স্কোর সহ IELTS সার্টিফিকেট থাকে তাহলে যে কোন জায়গায় আপনার গ্রহনযোগ্যতা অনেকাংশে বেড়ে যাবে ।

IELTS কিভাবে করতে হয়?

Listening, Reading, Writing, Speaking – এই চারটি বিভাগের উপর ভিত্তি করে পরীক্ষা হয় ।

http://24helpline.com/study-guide/