একটি বিষ্টি ভেজা সন্ধ্যা part-1

in #storyromantic28 days ago

একটি বৃষ্টি ভেজা সন্ধ্যা। তৃষা বসে আছে তার ঘরের জানালার পাশে। বাইরের ঝুম বৃষ্টির ফোঁটা জানালায় টুপটাপ পড়ছে, আর সেই শব্দে তার মন কেমন যেন উথালপাতাল করছে। বৃষ্টি মানেই তার মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো, যখন আরিয়ান ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

একদিন এমনই এক বৃষ্টির দিনে, কলেজের ক্যাম্পাসে তাদের প্রথম দেখা হয়েছিল। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা আরিয়ানের চোখে চোখ পড়তেই তৃষার বুকের ভিতর ধক করে উঠেছিল। সে প্রথমবার অনুভব করেছিল, কিছু মানুষের সাথে দেখা হওয়া মানেই যেন জীবনের মোড় ঘুরে যাওয়া।

দিনে দিনে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। বৃষ্টির দিনগুলোতে তারা একসঙ্গে হাঁটতো, আড্ডা দিতো, আর ভবিষ্যতের স্বপ্ন বুনতো। কিন্তু একদিন, বাস্তবতার কঠিন প্রাচীর তাদের সম্পর্কের মাঝে এসে দাঁড়ায়। আরিয়ান চলে যায় অন্য শহরে পড়াশোনা করতে, আর সেই দূরত্বের ফাঁকটুকু ধীরে ধীরে তাদেরকে আলাদা করে দেয়।

আজ এত বছর পর, তৃষা জানালার পাশে বসে সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকে। বৃষ্টি যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনে, সেই মুহূর্তে। তার হৃদয় আজও অপেক্ষায় আছে, যদি একদিন আরিয়ান ফিরে আসে। বৃষ্টির ফোঁটাগুলো যেন প্রতিবারই তাকে বলে, “তুমি একা নও, আমি আছি তোমার সাথে।

1000023988.webp