শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-288

in #story13 hours ago
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 288 তম পর্ব।।

জন্য চরম বেদনার কারণ তা-ই জেসির জন্য আনন্দে নেচে ওঠার মতো ঘটনা হয়ে যাবে। তার জন্য মেয়েটার বুকে এতটুকু সহানুভূতি নেই-এটা নার্গিসের এক প্রতিকারহীন জ্বালা।
কোথায় হবে মিটিং বলছো না কেন?

  • কি জানি, জয়দেবপুর নাকি যেন কোন্ পুর?
    না, ছেলেমানুষের মতো লাফিয়ে উঠল না জেসি। বরং গম্ভীর বিস্ময়ে প্রশ্ন করল, জয়দেবপুর। জয়দেবপুর কেন?
    নার্গিস ফেটে পড়লেন, কেন সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার পেয়ারের লোকজনদের জিজ্ঞেস করো গে যাও। আমার সম্পত্তি, আমার ফ্যাক্টরি, তার মধ্যে আমার কোন কথা টিকে না, হুকুম করে বেড়ায় পাড়ার যতসব হরিদাস পালেরা? এ কেমন ব্যবস্থা? এ কেমন ভদ্রতা?

IMG_7975.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জেসি ঘড়ি দেখল, ঘড়ি থেকে চোখ না সরিয়ে বলল, এখন বাজে সাড়ে সাত। ঠিক নয়টায় রওয়ানা হলে হবে। আমি একটু আসছি।
বলে সে বেরিয়ে এলো।
যত কিছু হোক, নাজিম অবশ্যই তার জন্য অপেক্ষা করবে।
বনানীতে নাজিমের বাসায় দীর্ঘকায়, গৌরবর্ণ, সুদর্শন চৌকস ফিটফাট পোশাকে একজন তাকে অভ্যর্থনা জানাল। একে এখানে জেসি আগে কখনো দেখেনি। গাড়ি থেকে নামতেই ভদ্রলোক তার সামনে এসে সেলামালেকুম বলল, তারপর নিরাসক্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, ওরা জয়দেবপুর চলে গেছেন। আমার নাম কবির

IMG_7976.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

হোসেন। আপনার অসুবিধে না হলে আমি আপনার গাড়িতে যাবো।
জেসি মুখ ফিরিয়ে নেয়। ওর এমন নগ্ন নির্লজ্জ চটপটে ভাবটি তার পছন্দ হয়নি।
সে বলল, আমার অসুবিধে হবে।

  • ঠিক আছে, নো প্রোবলেম এট অল। তাহলে ঠিক আছে।
    ও হাসতে চেষ্টা করে।
    আপনি জয়দেবপুর যাবেন?
  • হ্যাঁ।
    কেন?
  • সিরাজ স্যার বলেছেন তাই।
    সিরাজ স্যার! অর্থাৎ ওদের দলের লোক। কিন্তু ওর নামটা চেনা চেনা লাগছে যে। জেসি ওর দিকে তাকাল। তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। চেহারায় পূর্ব পরিচয়ের কোন
    আভাস পাওয়া গেল না। লোকটা হাসল একটু। বলল, ঠিক আছে তাহলে। জেসি গাড়িতে উঠে। কবির হোসেন দাঁড়িয়ে আছে এখনো। ভদ্রতা দেখাচ্ছে।
গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.447093782349693 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

অসাধারণ @uncommonriad! "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" গল্পের ২৮৮তম পর্বটি খুবই টানটান উত্তেজনায় ভরপুর। জেসির ভেতরের দ্বন্দ্ব এবং নার্গিসের অসহায়তা দারুণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে মিটিংয়ের স্থান নিয়ে জেসি এবং নার্গিসের কথোপকথন আমাকে পুরো গল্পে ধরে রেখেছে। কবির হোসেনের আগমনে গল্পের মোড় কোন দিকে ঘুরবে, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আপনার গল্প বলার ধরণ খুবই সাবলীল এবং প্রতিটি চরিত্র খুব জীবন্ত। সেই সাথে আপনার ফটোগ্রাফিগুলোও গল্পের সাথে মানানসই।

আপনার পরিশ্রম এবং সৃজনশীলতার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের সুন্দর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে উৎসাহিত করছি এবং আপনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি।

Loved the originality in your post!

We’re inviting genuine creators to join our new community Steem Echo.
Check it out https://steemit.com/trending/hive-150870