শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-286
জেসি বলে, অনেকদিন আগে সেই যে একদিন আপনি আমাকে নিয়ে সারাদিন ঘুরেছিলেন? কালকেও ওরকম আপনি আমাকে নিয়ে সেদিন যেখানে যেখানে যাওয়া হয় নি যাবেন। আরো সস্তা রেস্টুরেন্টে, হোটেলে খাওয়াবেন। আপনার নিজের টাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর কালকে, শুধু কালকে, আপনি আমাকে তুমি বলবেন।
জেসির দিকে তাকিয়ে নাজিম বসে থাকে। একদিন সে প্রতিজ্ঞা করেছিল, এর বাবাকে সে হত্যা করবে। কারণ এর বাবার গাড়ির নিচে চাপা পড়ে তার বাবা, সোনার মত একজন মানুষ জঘন্যভাবে মৃত্যু বরণ করেছিলেন। এই মেয়েটার জীবনধারার সঙ্গে তার জীবনধারার কোন মিল নেই। কিন্তু জেসির মধ্যে গুলশান বনানীর দূরত্ব ভাব নেই। সে অন্যরকম। সে বিত্তবান কতিপয়ের একজনের চরিত্র বা প্রকৃতি কষ্ট করে আয়ত্ত করে নি।
দুজনেই স্থাণু হয়ে বসে আছে।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
নাজিম তার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে।
হঠাৎ কেন যে কোথেকে নানা রঙের লজ্জার একটা ঢেউ এসে জেসিকে আচ্ছন্ন করে ফেলল। জেসি আস্তে উঠে ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে যায়।
সারারাত জেসি চেষ্টা করেছে ঘুমানোর জন্য। খুব সুন্দর গভীর সমুদয় চেতনা সর্বতোভাবে নিশ্চল করে দেওয়া নেশার মতো একটা ঘুম তার ভীষণ প্রয়োজন। তাহলে কালকে ভোরে দেহ-মন সব সতেজ ও উৎফুল্ল হবে। ভোরে স্নান সেরে টাটকা একটা ফুলের মতো সে গিয়ে হাজির হবে নাজিমের কাছে। কোনদিন তাকে চেষ্টা করে, সাধ্য-সাধনা করে ঘুম আনতে হয় নি। ঠিক সময়ে তার ঘুম হয়, এক ঘুমে রাত শেষ হয়। বহুক্ষণ সে ঘুমের আশায় মরার মতো চোখ বন্ধ করে শুয়ে থেকেছে। সারাক্ষণ আগামীকাল নানা বর্ণে নানা রূপে স্বপ্নের মতো চোখের সামনে দোল খেয়েছে। অনেকক্ষণ পর চোখ খুলেছে সে, দেখেছে, নিদ্রাহীন শুষ্কতায় চোখ ঝরঝরে হয়ে আছে, ঘুমের আঁটা বিন্দুমাত্র তাকে স্পর্শ করেনি। সারারাত আক্ষরিক অর্থে এক ফোঁটা ঘুম হলো না।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ভোরে জেসি আয়নায় নানাভাবে নিজেকে পরীক্ষা করল। নিচে কি দাগ স্পষ্ট হয়েছে? তাকে ক্লান্ত দেখাচ্ছে কি? বিধ্বস্ত? কোন মেকাপ না করে, ঠোঁটে লিপস্টিক না মেখে অফ-হোয়াইট শাড়ি পরলে বেমানান লাগবে কি? যেতে যেতে পথে ঘুম আসবে না তো? হাই উঠবে কি ঘনঘন?
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.
@uncommonriad, what a captivating continuation of "Shudhu Tomake Niye Kalpona Kori"! Episode 286 is filled with such intriguing tension. The dynamic between Jesi and Nazim is so compelling – the contrast in their backgrounds, his internal conflict, and Jesi's unexpected vulnerability. The dialogue is sharp, and the internal monologues, especially Jesi's sleepless night and morning self-doubt, are incredibly relatable. Your writing beautifully captures the anxieties and anticipation of a budding connection. And the photography, as always, adds such a vibrant layer to the story! কি সুন্দর!
I'm eager to see how their day unfolds! What challenges will they face? Will Nazim reconcile his past with his growing feelings? I will upvote and eagerly anticipate the next installment. Keep up the fantastic work!
Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.44709297397759 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.